লাদাখের অনেক জায়গাতেই পিছু হঠেনি সেনা, চিনের দাবি খারিজ করে জানাল ভারত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার ভারতে চিনের রাষ্ট্রদূত সুন ওয়েডং দাবি করেছিলেন, প্রকৃতি নিয়ন্ত্রণরেখা বরাবর অধিকাংশ জায়গাতেই দু'দেশের বাহিনী পিছিয়ে গিয়েছে৷
পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যে এলাকাগুলি মূল সংঘাতের কারণ, সেখানে এখনও ঘাঁটি গেড়ে বসে রয়েছে তাদের সেনা৷ অথচ চিন দাবি করছে, পূর্ব লাদাখের অধিকাংশ জায়গা থেকেই সেনা প্রত্যাহার বা পিছিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ চিনের এই দাবি খারিজ করে দিয়ে ভারত জানিয়ে দিল, পূর্ব লাদাখের অনেক জায়গাতেই এখনও সেনা প্রত্যাহারের প্রক্রিয়া বাকি রয়েছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
কয়েকদিনের মধ্যেই লাদাখ ইস্যুতে ভারত এবং চিনা সেনার মধ্যে কমান্ডার স্তরে পঞ্চম বৈঠক হওয়ার কথা৷ অভিযোগ, প্যাংগং তাসো হ্রদ এবং গোগরায় ১৭এ প্যাট্রলিং পয়েন্ট থেকে এখনও পিছু হতে নারাজ চিনা সেনা৷ লাদাখের মোট চারটি জায়গা নিয়েও এখনও ভারত এবং চিনা সেনার মধ্যে সংঘাত দূর হয়নি৷ এই এলাকাগুলিতে দু' পক্ষের অন্তত ৫০ জন করে সেনা ১ কিলোমিটারের তফাতে মুখোমুখি অবস্থানে রয়েছে৷ প্রতীকী ছবি
advertisement
advertisement
প্যাংগং তাসো হ্রদের উত্তরে ফিঙ্গার এইটের আট কিলোমিটার পশ্চিম দিকে ফিঙ্গার ফোর-এ এখনও চিনা সেনা ঘাঁটি গেড়ে বসে রয়েছে৷ ফিঙ্গার এইটকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বলে মানে ভারত৷ একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দু' পক্ষের সেনা পিছু হঠতে শুরু করার পর প্রথম ফিঙ্গার ফোর ছেড়ে তারা ফিঙ্গার ফাইভের দিকে চলে গিয়েছিল৷ কিন্তু আবার ফিঙ্গার ফোর-এ ফিরেছে লাল ফৌজ৷