১৪ ঘণ্টার বৈঠকও নিষ্ফলা! লাদাখে হয়তো এবার সেনা বাড়াবে দু' পক্ষই
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সেনার শীর্ষ সূত্রদের মতে, এই মুহূর্তে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আগামী শীতে দু' পক্ষেরই অন্তত ৫০ হাজার করে সেনা লাদাখের দুর্গম এবং প্রতিকূল পরিবেশে মোতায়েন করা থাকতে পারে৷
advertisement
যেহেতু কোনও পক্ষই নিজেদের অবস্থানে অনড়, মূলত সেই কারণেই এবারের বৈঠকও ফলপ্রসূ হয়নি৷ বৈঠকে চিন দাবি করে, চূশূলে কৌশলগত ভাবে সুবিধাজনক পাহাড় চূড়োগুলি থেকে সরে যেতে হবে ভারতীয় বাহিনীকে৷ যদিও ভারতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যতক্ষণ না পর্যন্ত চিন কতদিনের মধ্যে সেনা পিছিয়ে নেবে, তার লিখিত আশ্বাস দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভারতীয় বাহিনীর অবস্থানে কোনও বদল ঘটানো হবে না৷
advertisement
advertisement
advertisement
সেনার শীর্ষ সূত্রদের মতে, এই মুহূর্তে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আগামী শীতে দু' পক্ষেরই অন্তত ৫০ হাজার করে সেনা লাদাখের দুর্গম এবং প্রতিকূল পরিবেশে মোতায়েন করা থাকতে পারে৷ দুই বাহিনীর কর্তারাও বুঝতে পারছেন, এই জট আর তাঁদের পক্ষে কাটানো সম্ভব নয়৷ হয়তো একমাত্র নরেন্দ্র মোদি এবং শি জিনপিং-এর মধ্যে কথা হলেই হয়তো জট কাটতে পারে৷
advertisement
সেনার শীর্ষ সূত্রদের মতে, এই মুহূর্তে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আগামী শীতে দু' পক্ষেরই অন্তত ৫০ হাজার করে সেনা লাদাখের দুর্গম এবং প্রতিকূল পরিবেশে মোতায়েন করা থাকতে পারে৷ দুই বাহিনীর কর্তারাও বুঝতে পারছেন, এই জট আর তাঁদের পক্ষে কাটানো সম্ভব নয়৷ হয়তো একমাত্র নরেন্দ্র মোদি এবং শি জিনপিং-এর মধ্যে কথা হলেই হয়তো জট কাটতে পারে৷