School Models on Science: কৃষি থেকে যাতায়াত ব্যবস্থা! বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর পড়ুয়াদের তৈরি মডেল তাক লাগাল

Last Updated:
School Models on Science: পড়ুয়াদের মধ্যে গণিত ও বিজ্ঞান বিষয়ে আগ্রহ ও উৎসাহ জোগাতে বিভিন্নস্তরে মডেল প্রদর্শন, কৃষিকাজ থেকে স্বাস্থ্য এবং যাতায়াত ব্যবস্থার মত গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে
1/5
হাওড়া, রাকেশ মাইতি: বিজ্ঞান ও গণিত মেলা হাওড়া'য়! মুর্শিদাবাদের কাশিমবাজারের পর এবার বর্ষে হাওড়া'য় আয়োজন। প্রথম বিদ্যালয় স্তর, সার্কেল, আন্তঃ জেলা'য় স্থান অর্জনের পর প্রদেশ স্তরের অংশগ্রহণ। বর্তমান সময়ে কৃষিকার্য থেকে যাতায়াত ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা বিজ্ঞানের প্রয়োগ নানা বিষয় সামনে রেখে শিক্ষার্থীদের তৈরি মডেল প্রদর্শন।
হাওড়া, রাকেশ মাইতি: বিজ্ঞান ও গণিত মেলা হাওড়া'য়! মুর্শিদাবাদের কাশিমবাজারের পর এবার বর্ষে হাওড়া'য় আয়োজন। প্রথম বিদ্যালয় স্তর, সার্কেল, আন্তঃ জেলা'য় স্থান অর্জনের পর প্রদেশ স্তরের অংশগ্রহণ। বর্তমান সময়ে কৃষিকার্য থেকে যাতায়াত ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা বিজ্ঞানের প্রয়োগ নানা বিষয় সামনে রেখে শিক্ষার্থীদের তৈরি মডেল প্রদর্শন।
advertisement
2/5
প্রাদেশিক গণিত ও বিজ্ঞান মেলা ২০২৫ । পশ্চিমবঙ্গের মোট ১৫ টি জেলা অংশগ্রহণ করে। পরিষদের মোট ২০৫টি বিদ্যালয়। হাওড়া জেলায় আয়োজিত দুই দিনের এই প্রদর্শনিতে ৪৩টি বিদ্যালয় অংশগ্রহণ করে। গণিত ও বিজ্ঞান বিষয়ে পড়ুয়াদের আগ্রহ উৎসাহ দিতেই এই উদ্যোগ।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
প্রাদেশিক গণিত ও বিজ্ঞান মেলা ২০২৫ । পশ্চিমবঙ্গের মোট ১৫ টি জেলা অংশগ্রহণ করে। পরিষদের মোট ২০৫টি বিদ্যালয়। হাওড়া জেলায় আয়োজিত দুই দিনের এই প্রদর্শনিতে ৪৩টি বিদ্যালয় অংশগ্রহণ করে। গণিত ও বিজ্ঞান বিষয়ে পড়ুয়াদের আগ্রহ উৎসাহ দিতেই এই উদ্যোগ।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
3/5
গণিত ও বিজ্ঞানের প্রতি সচেতনতা ও ভালোবাসা, আগ্রহ বা আকর্ষণ বাড়াতে এই উদ্যোগ। গণিত মডেল, গণিত প্রয়োগ, গণিত পত্র বাচন, বিজ্ঞান প্রদর্শন, বিজ্ঞান প্রশ্ন মঞ্চ এর মত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
গণিত ও বিজ্ঞানের প্রতি সচেতনতা ও ভালোবাসা, আগ্রহ বা আকর্ষণ বাড়াতে এই উদ্যোগ। গণিত মডেল, গণিত প্রয়োগ, গণিত পত্র বাচন, বিজ্ঞান প্রদর্শন, বিজ্ঞান প্রশ্ন মঞ্চ এর মত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
4/5
পড়ুয়ারা চার'টি বর্গ বা বিভাগে অংশ গ্রহন করে। শিশু বর্গ, বালক বর্গ, কিশোর বর্গ, তরুণ বর্গ। শিশু বর্গে অংশগ্রহন করে তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণী। বালক ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণী। কিশোর বর্গ নবম ও দশম শ্রেণী। এবং তরুণ বর্গ একাদশ ও দ্বাদশ শ্রেণী। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
পড়ুয়ারা চার'টি বর্গ বা বিভাগে অংশ গ্রহন করে। শিশু বর্গ, বালক বর্গ, কিশোর বর্গ, তরুণ বর্গ। শিশু বর্গে অংশগ্রহন করে তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণী। বালক ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণী। কিশোর বর্গ নবম ও দশম শ্রেণী। এবং তরুণ বর্গ একাদশ ও দ্বাদশ শ্রেণী। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/5
এই প্রাদেশিক প্রতিযোগিতায় সফল অংশগ্রহণকারী পৌঁছবে ক্ষেত্র স্তরে। উড়িষ্যা সিকিম আন্দামান-নিকোবর এবং পশ্চিমবঙ্গ রাজ্য মিলে আগামী ৮ এবং ৯ অক্টোবর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মূল উদ্যোগ ' বিদ্যাভারতী '। প্রদেশ স্তরে 'বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ'। এ বিষয় বিস্তারিত জানান, বিজ্ঞান ও গণিত মেলা'র সংযোজক বিকাশ ভুঁইয়া। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
এই প্রাদেশিক প্রতিযোগিতায় সফল অংশগ্রহণকারী পৌঁছবে ক্ষেত্র স্তরে। উড়িষ্যা সিকিম আন্দামান-নিকোবর এবং পশ্চিমবঙ্গ রাজ্য মিলে আগামী ৮ এবং ৯ অক্টোবর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মূল উদ্যোগ ' বিদ্যাভারতী '। প্রদেশ স্তরে 'বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ'। এ বিষয় বিস্তারিত জানান, বিজ্ঞান ও গণিত মেলা'র সংযোজক বিকাশ ভুঁইয়া। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement