এখনই নিস্তার নেই! দু'ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! হলুদ সতর্কতা জারি হল এই জেলায়! কলকাতার কী হবে? আবহাওয়ার বড় আপডেট

Last Updated:
আগামী দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হল রাজ্যের এক জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতার পার্শ্ববর্তী এই জেলায়।
1/5
কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭০ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য।
আগামী দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হল রাজ্যের এক জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতার পার্শ্ববর্তী এই জেলায়।
advertisement
2/5
কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আগামী দু-ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। রাজ্যের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা।
মূলত, হাওড়া জেলাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে বাতাস। এমনটাই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা।
advertisement
3/5
বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের খেল, একের পর এক নিম্নচাপ তিন-চার দিনে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছবে।
হাওয়া অফিস সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ আজ বুধবার কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, বৃষ্টি যে একেবারে হবে না তা নয়। হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টিক সম্ভাবনা আছে আজ বুধবার। তেমনই আজ বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
আগামীকাল পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সতর্কতাঃ বাঁকুড়া পূর্ব-পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাকে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা-সহ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর অবস্থান করেছিল। সঙ্গে ওই এলাকায় একটি ঘূর্ণিঝড় সক্রিয় ছিল।
advertisement
5/5
IMD Bengal Weather Update withdrawal phase of monsoon winds has begun in the country weather update imd thunderstorm lightning alert
আগামী ১২ ঘন্টা এই ঘূর্ণাবর্তের স্থান পরিবর্তনের সম্ভাবনা নেই। তাই আজ শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
advertisement
advertisement
advertisement