ম্যারিনেশনের সব মশলা দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন মাটন৷ প্যানে জল গরম করে শুকনো লঙ্কা, গোটা ধনে, ছোট এলাচ, গোলমরিচ দিন৷ ফুটে উঠলে আঁচ থেকে নামিয়ে জল ছেঁকে নিন৷ জল থেকে তোলা গোটা মশলা একসঙ্গে ব্লেন্ডারে বেটে নিন৷
advertisement
6/8
কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গোলমরিচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে, স্টার আনিজ দিন৷ সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিন৷ সোনালি হয়ে এলে রসুন বাটা দিয়ে ৫ মিনিট হালকা আঁচে রাখুন৷
advertisement
7/8
৫ মিনিট পর মাটন দিয়ে হালকা আঁচে ১০ মিনিট রান্না হতে দিন৷ তারপর আগের ছেঁকে রাখা জল আধ কাপ দিয়ে মাটন ১৫ মিনিট সিদ্ধ হতে দিন৷ বাটা মশলার অর্ধেকটা দিয়ে ভাল করে মিশিয়ে ১০ মিনিট রান্না করুন৷
advertisement
8/8
সবশেষে বাকি বাটা মশলা, ৪ কাপ মশলা ছাঁকা জল দিয়ে আঁচ একদম কমিয়ে চাপা দিয়ে এক থেকে দেড় ঘণ্টা দমে রান্না করুন৷