চাঁদিফাটা গরমে সুস্থ থাকতে তেতো খাওয়া 'মাস্ট' ! রইল ২টো রেসিপি--
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
advertisement
advertisement
মাছের মাথা দিয়ে তেতোর ডাল মাছের মাথা দিয়ে তেতোর ডাল বানাতে কী কী চাই? কাতলা বা রুই মাছের মুড়ো: ২টো(ভাজা), শিমবিচির ডাল: বড় ১ বাটি (রাতে ভিজিয়ে রেখে, সকালে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিন), বেগুন: ১ কাপ (ছোত করে কেটে ভেজে নেওয়া), তেজপাতা: ১-২টো, গোটা শুকনোলঙ্কা:২টো, চেরা কাঁচালঙ্কা: ৫-৬টা, স্বাদমতো নুন, চিনি, পাঁচফোড়ন: ১ চা চামচ, উচ্ছে: অর্ধেক কাপ(ছোট টুকরোয় কাটা), আদাবাটা: ১ চা চামচ, সর্ষের তেল: ২ চা চামচ
advertisement