পয়লা বৈশাখেও গৃহবন্দি হয়ে থাকতে হবে বাঙালিকে৷ বাংলা নববর্ষের প্রথম দিনে অনেকেই পুজো করেন,
বিশেষত ব্যবসায়ীরা এই দিনটিতেই পুজো দিয়ে হিসেবের নতুন খাতা চালু করেন৷ যা হালখাতা হিসেবেই
পরিচিত৷ কিন্তু লকডাউনের মধ্যে এ বছর এই সমস্ত রীতি মানা সম্ভব হচ্ছে না৷ সর্বভারতীয় ব্রাহ্মণ
পরিষদের সভাপতি রঞ্জন পাঠক জানাচ্ছেন, পুরোহিত ছাড়াই বাড়িতে কী কী সহজ উপায় পালন করলে
গোটা বছরটাই আপনার শুভ যাবে৷ PHOTO- FILE