• করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কোনওমতে প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে ভারত । বহু সাধারণ মানুষ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত সেবাদান ও মৃত্যুর বিনিময়ে দেশে আবারও নিম্নমূখী হয়েছে করোনার সংক্রমণ । কিন্তু বিশেষজ্ঞরা বারবারই সচেতন করছেন, এখানেই শেষ নয় । আরও ভয়ঙ্কর, আরও মারাত্মক আকারে ফিরতে চলেছে করোনার তৃতীয় ঢেউ । যাতে আবারও টালমাটাল হবে গোটা দেশ । তাই সতর্ক হতে হবে এখনই, এই মুহূর্ত থেকে ।
• চিকিৎসক, গবেষকরা বারংবার বলছেন, করোনা থেকে বাঁচার অন্যতম হাতিয়ার টিকাকরণ । খুব শীঘ্রই টিকাকরণের প্রক্রিয়া শেষ করতে হবে । ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে ভ্যাকসিন নেওয়ার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার । শিশুদের উপর টিকা প্রয়োগের রূপরেখাও তৈরি করা হচ্ছে । চলছে ট্রায়াল । আগামী ডিসেম্বরের মধ্যে গোটা দেশকে টিকাকরণ কক্মসূচীর আওতায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে । কিন্তু সে জন্য দরকার সঠিক ও সঙ্ঘবদ্ধ পরিকল্পনা । টিকাকরণের নীতিতে যে বিষয়গুলি পরিবর্তন ও সংযোজন করা দরকার, তা নিয়ে আলোচনা করলেন বিখ্যাত হার্ট সার্জেন ডঃ দেবী শেঠি । তিনি বলছেন, এই কয়েকটি বিষয় মেনে টিকাকরণ হলে করোনার তৃতীয় ঢেউ জাঁকিয়ে বসতে পারবে না । যাঁদের টিকা নেওয়া হয়ে গিয়েছে, তাঁদের হাসপাতালেও ভর্তি হতে হবে না । সাধারণ সর্দিকাশির মধ্যেই সীমাবদ্ধ থাকবে করোনা ।