Jalpaiguri News: হাতির আতঙ্ক জয় করে জঙ্গল লাগোয়া জমিতে লেবু চাষে ডুয়ার্সে সাফল্য!

Last Updated:

ডুয়ার্সের জঙ্গল লাগোয়া এলাকায় বন্যপ্রাণীর আতঙ্ক উপেক্ষা করে লেবু চাষে স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন কৃষকেরা। স্বল্প খরচে বছরে দু’বার ফলন মিলছে। যদিও ন্যায্য দাম ও সরকারি সহায়তার অভাব নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

+
লেবু

লেবু চাষ 

জলপাইগুড়ি, সুরজিৎ দে: জঙ্গল লাগোয়া জমিতে এই চাষেই অর্থালাভের আশা বুনছেন স্থানীয়রা! মাঝেমধ্যেই বন্যপ্রাণীদের হামলায় নষ্ট হয় জমির ফসল। কিন্তু বন্যপ্রাণীর আতঙ্কের মাঝেও এ যেন আশার চাষ! ডুয়ার্সে লেবু বাগানে স্বনির্ভরতার পথে কৃষকেরা।
ডুয়ার্সের জঙ্গল সংলগ্ন এলাকায় কৃষকদের কাছে বন্যপ্রাণীর হানা নতুন কোনও বিষয় নয়। গরুমারা জঙ্গল লাগোয়া বনবস্তি ও কৃষিজমিতে প্রায়ই হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীর আক্রমণে ফসল নষ্ট হয়। কখনও কখনও প্রাণহানির ঘটনাও ঘটে। ফলে দিনের পর দিন চাষাবাদ চালিয়ে যাওয়াই একসময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় চাষিদের কাছে।এই কঠিন পরিস্থিতির মধ্যেই আশার আলো দেখিয়েছেন জলপাইগুড়ি জেলার মেটলি ব্লকের বাতাবাড়ি এলাকার কৃষক মোহাম্মদ বাবলু। যে জমিতে একসময় হাতির আতঙ্কে চাষ করা অসম্ভব হয়ে উঠেছিল, সেখানেই তিনি গড়ে তুলেছেন লেবুর বাগান। স্বল্প খরচে, পরিকল্পিতভাবে বিভিন্ন জাতের লেবু গাছ রোপণ করে তিনি শুরু করেন নতুন ধরনের চাষ।
advertisement
বাবলু জানান, প্রতি বিঘে তুলনামূলক কম খরচে লেবু চাষ করে এখন বছরে দু’বার ফলন পাচ্ছেন। নিয়মিত লেবু বিক্রি করে তাঁর সংসারে এসেছে স্থায়িত্ব। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখনও পর্যন্ত তাঁর লেবু বাগানে কোনও হাতি বা বন্যপ্রাণীর হামলার ঘটনা ঘটেনি।বাবলুর এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অন্যান্য কৃষকরাও লেবু চাষে আগ্রহ দেখাচ্ছেন। তবে তাঁদের আক্ষেপ, বাজারে ন্যায্য দাম পাচ্ছেন না। অভিযোগ, আসাম থেকে আসা লেবু বাজার দখল করে নেওয়ায় স্থানীয় চাষিদের লাভ কমে যাচ্ছে। এছাড়াও কৃষকদের অভিযোগ, কৃষি দফতরের পক্ষ থেকে প্রশিক্ষণ, বাজার জাতকরণ বা সরকারি সহায়তা তেমনভাবে মিলছে না। তাঁদের মতে, উপযুক্ত সহযোগিতা পেলে এই ধরনের চাষ আরও বিস্তৃত হতে পারে। সব প্রতিকূলতার মধ্যেও বন্যপ্রাণীর আতঙ্ক কাটিয়ে লেবু চাষের মাধ্যমে ডুয়ার্সের কৃষকদের স্বনির্ভর হওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে আগামী দিনের জন্য এক বড় আশার বার্তা!
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: হাতির আতঙ্ক জয় করে জঙ্গল লাগোয়া জমিতে লেবু চাষে ডুয়ার্সে সাফল্য!
Next Article
advertisement
Naushad Siddiqui Replies to Abhishek Banerjee: '৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব দিলেন নওশাদ! দক্ষিণ চব্বিশ পরগণা নিয়েও তৃণমূলকে হুঁশিয়ারি
'৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব নওশাদের!দক্ষিণ ২৪ পরগণা নিয়েও হুঁশিয়ারি
  • ভাঙড়ে জিততে মরিয়া অভিষেক৷

  • দক্ষিণ চব্বিশ পরগণায় ৩১-এ ৩১ করার টার্গেট৷

  • তৃণমূল শীর্ষ নেতাকে জবাব দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷

VIEW MORE
advertisement
advertisement