বলিউডের সুপারস্টার, 'দাবাং' হিরো সলমন খান। গত ৩৫ বছর ধরে চলচ্চিত্রে কাজ করে চলছেন দাপিয়ে। তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের পাগল করে দিচ্ছেন এই অভিনেতা। 'ভাইজান' সলমন খান আজ বলিউডের এক পয়লা নম্বর সুপারস্টার, কিন্তু আজও তিনি মুম্বইতে একটি এক বেডরুমের রুমের ফ্ল্যাটে থাকেন। যদিও একটি বাংলো কেনা তার জন্য সাধারণ ব্যাপার। কিন্তু তিনি কেনেননি। কী এমন কারণ রয়েছে এর পিছনে?
সুপারস্টার সলমন খান ১৯৮৮ সালের চলচ্চিত্র 'বিবি হো তো অ্যায়েশি'তে পার্শ্ব চরিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। কিন্তু পরের বছরই ১৯৮৯ সালে 'ম্যায়নে প্যায়ার কিয়া' চলচ্চিত্রে প্রধান অভিনেতা হিসেবে দারুণভাবে নজরে আসেন সলমন। তাঁর পেশাগত জীবন যেমন বর্ণময়, তেমনই উত্থান-পতনে পূর্ণ। তবে জীবনের প্রতিটি মোড়ে একজন শক্তিশালী ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন সলমন। করেছেন কঠোর পরিশ্রম। হয়েছেন একজন সফল অভিনেতা।
আজও ইন্ডাস্ট্রিতে সলমনের পারিশ্রমিক বেশিরভাগ নায়ক নায়িকার থেকেই কয়েক গুণ বেশি। তাঁর ভক্তরা হয়তো অনেকেই ভাবেন ভাইজান, এক একটি চলচ্চিত্রের জন্য মোটা অঙ্কের অর্থ নেন, তবু কেন মুম্বইতে এক রুমের একটি ফ্ল্যাটে থাকেন? যাঁর কাছে একটা বাংলো কেনা অত্যন্ত সহজ, সে কেন অমন ওয়ান বেডরুম ফ্ল্যাটে থাকেন? চলুন জেনে নেওয়া যাক এর পিছনের আসল কারণ। প্রসঙ্গত একবার ইন্ডিয়া টিভির সঙ্গে এক বিশেষ আলাপচারিতায় তাঁর এই এক কামরার ফ্ল্যাটে থাকার আসল রহস্য স্পষ্ট করেন সলমন খান।