এখানেই স্ত্রীর গর্ভে এসেছিল কন্যা! বাংলাদেশ চাঙ্কির জীবনে এত গুরুত্বপূর্ণ কেন? জানালেন অভিনেতা
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Bangladesh Chunky Panday: দূরত্ব সত্ত্বেও মুম্বইয়ের চাঙ্কি আর দিল্লির ভাবনা কাছে আসতে পেরেছিলেন ভালবাসার টানেই। আর তাঁদের মধ্যে যোগসূত্র হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সেখানেই প্রেমের পূর্ণতা, সন্তানধারণ।
আশির দশকের শেষ দিকে তখন বলিউড কাঁপাচ্ছিলেন চাঙ্কি পান্ডে। আমির খান, সলমন খানরা আসতে তাঁর ক্যারিয়ারে মন্দা শুরু হয়। তার আগে চাঙ্কি ছিলেন দর্শকের 'হার্টথ্রব'। ১৯৯০ সালের 'Vishwatama' কিংবা 'Aankhen'-র মতো ছবিতেও উপস্থিতি প্রশংসায় ভরিয়েছে দর্শক। তবে, সেই সুদিন স্থায়ী হয়নি। এর পরেই তিনি বাংলাদেশে অভিনয়ের সুযোগ খুঁজতে থাকেন।
advertisement
advertisement
বাংলাদেশে কাজ করার সময় ১৯৯৮ সালে ভাবনাকে বিয়ে করেছিলেন অভিনেতা। তিনি মজা করে বলেছিলেন যে তাঁরা স্বামী-স্ত্রীতে মিলে সেখানে অর্ধ-হানিমুন করেছিলেন। কারণ একটা ছবির শুটিং চলছিল। চাঙ্কির কথায়, "আসলে, আমি ভাবনাকে অর্ধেক হানিমুনের জন্য বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম কারণ সেই সময়ে আমাকে একটি ফিল্ম শেষ করতে হয়েছিল, এবং আমি অনুভব করি এমনকি অনন্যাও ভাবনার গর্ভে এসেছিল বাংলাদেশেই।"
advertisement
advertisement
advertisement