Akshay Kumar-Rani Mukerji: একসঙ্গে কখনও ছবি করেন না! অক্ষয়-রানির ৩ দশকের ঠান্ডা লড়াই, কারণ জানলে চমকে যাবেন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Akshay Kumar-Rani Mukerji: একসঙ্গে কাজের সুযোগ আসেনি, এমনটা নয়। কিন্তু এ হেন সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে তাঁদের ঠান্ডা লড়াই।
advertisement
কয়েক দশক পিছিয়ে যাওয়া যাক। নয়ের দশকে বলিউডে পা রেখেছেন অক্ষয়। তখন তিনি নিছকই আনকোরা। অন্য দিকে, বাংলা ছবিতে কাজের সুবাদে পরিচিতি পেয়ে গিয়েছিলেন রানি। বলিউডে পা রাখতেই 'খিলাড়িও কা খিলাড়ি' ছবিতে অভিনয়ের প্রস্তাব পান বঙ্গতনয়া। কিন্তু অক্ষয়ের মতো নিছকই এক নবাগতের সঙ্গে কাজ করতে না চেয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তার পর সেই ছবিটি গিয়ে পড়ে রবীনা ট্যান্ডনের ঝুলিতে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement