Anupam Roy: প্রস্মিতা, পিয়ার আগেও একবার বিয়ে করেছিলেন অনুপম! কে ছিলেন গায়কের প্রথম স্ত্রী?

Last Updated:
এটা অনুপমের প্রথম বিয়ে নয় কিন্তু। এর আগেও তিনি বিবাহিত ছিলেন। দক্ষিণ ভারতে সংসার করেছেন বলেও শোনা যায়। তবে প্রথম স্ত্রীর পরিচয় খুব একটা সামনে আনেন না তিনি। এরপরে পিয়ার সঙ্গে প্রেম, বিবাহ, বিচ্ছেদ, তারপরেই প্রস্মিতা।
1/7
টলিউডে ফের নতুন জুটি। আবার বিয়ের খবর। অনুপম এবং প্রস্মিতার প্রেমের গুঞ্জন নতুন নয়। দু’জনের রসায়ন নিয়ে চর্চা ছিল বহু আগে থেকেই। তবে প্রেমের বিষয়ে কখনও কোনও মন্তব্য করেননি তাঁরা। এবার সরাসরি শোনা গেল বিয়ের কথা
টলিউডে ফের নতুন জুটি। আবার বিয়ের খবর। অনুপম এবং প্রস্মিতার প্রেমের গুঞ্জন নতুন নয়। দু’জনের রসায়ন নিয়ে চর্চা ছিল বহু আগে থেকেই। তবে প্রেমের বিষয়ে কখনও কোনও মন্তব্য করেননি তাঁরা। এবার সরাসরি শোনা গেল বিয়ের কথা
advertisement
2/7
কলকাতাতেই জন্ম তাঁর। লরেটো কলেজে পড়তেন তিনি। কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স তারপর একাধিক হিট গান। ‘বোঝে না সে বোঝে না’ ছবির ‘সজনা’ হিট করেছিল সবথেকে বেশি। টলিউডের একাধিক ছবিতে গান গেয়েছেন প্রস্মিতা। অনুপমের সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছেন তিনি।
কলকাতাতেই জন্ম তাঁর। লরেটো কলেজে পড়তেন তিনি। কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স তারপর একাধিক হিট গান। ‘বোঝে না সে বোঝে না’ ছবির ‘সজনা’ হিট করেছিল সবথেকে বেশি। টলিউডের একাধিক ছবিতে গান গেয়েছেন প্রস্মিতা। অনুপমের সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছেন তিনি।
advertisement
3/7
অনুপম প্রথম নন, কে ছিলেন গায়কের হবু স্ত্রী প্রস্মিতার প্রথম স্বামী? চেনেন তাঁকে?
অনুপম প্রথম নন, কে ছিলেন গায়কের হবু স্ত্রী প্রস্মিতার প্রথম স্বামী? চেনেন তাঁকে?
advertisement
4/7
গায়িকা হিসেবে প্রস্মিতা জনপ্রিয়৷ তবে এর পাশাপাশি তিনি চাকরি করেন একটি আন্তর্জাতিক সংস্থায়৷
গায়িকা হিসেবে প্রস্মিতা জনপ্রিয়৷ তবে এর পাশাপাশি তিনি চাকরি করেন একটি আন্তর্জাতিক সংস্থায়৷
advertisement
5/7
সূত্র মারফত জানা গিয়েছে, প্রস্মিতার প্রাক্তন স্বামী পেশায় ছিলেন চিকিৎসক। সেই বিয়ে ভেঙে যায় চার-পাঁচ মাসের মধ্যেই। তাঁর প্রাক্তন স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কই দায়ী ছিল।
সূত্র মারফত জানা গিয়েছে, প্রস্মিতার প্রাক্তন স্বামী পেশায় ছিলেন চিকিৎসক। সেই বিয়ে ভেঙে যায় চার-পাঁচ মাসের মধ্যেই। তাঁর প্রাক্তন স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কই দায়ী ছিল।
advertisement
6/7
এটা অনুপমের প্রথম বিয়ে নয় কিন্তু। এর আগেও তিনি বিবাহিত ছিলেন। দক্ষিণ ভারতে সংসার করেছেন বলেও শোনা যায়। তবে প্রথম স্ত্রীর পরিচয় খুব একটা সামনে আনেন না তিনি। এরপরে পিয়ার সঙ্গে প্রেম, বিবাহ, বিচ্ছেদষ তারপরেই প্রস্মিতা।
এটা অনুপমের প্রথম বিয়ে নয় কিন্তু। এর আগেও তিনি বিবাহিত ছিলেন। দক্ষিণ ভারতে সংসার করেছেন বলেও শোনা যায়। তবে প্রথম স্ত্রীর পরিচয় খুব একটা সামনে আনেন না তিনি। এরপরে পিয়ার সঙ্গে প্রেম, বিবাহ, বিচ্ছেদষ তারপরেই প্রস্মিতা।
advertisement
7/7
২ মার্চ বিবাহবন্ধনে বাঁধা পড়বেন অনুপম-প্রস্মিতা। অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী মাস কয়েক আগেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সেরেছেন বিয়ে। এবার কাছের মানুষ এবং পরিবার-পরিজনদের সাক্ষী রেখে প্রস্মিতার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন অনুুপম।
২ মার্চ বিবাহবন্ধনে বাঁধা পড়বেন অনুপম-প্রস্মিতা। অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী মাস কয়েক আগেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সেরেছেন বিয়ে। এবার কাছের মানুষ এবং পরিবার-পরিজনদের সাক্ষী রেখে প্রস্মিতার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন অনুুপম।
advertisement
advertisement
advertisement