Ameesha Patel-Nirvaan Birla: আমিশা প্যাটেলের সঙ্গে ডেটিংয়ের গুজব! কে এই নির্বাণ বিড়লা? বিজনেস টাইকুন, যশোবর্ধন বিড়লার পুত্র, দেখে নিন জন্মকুণ্ডলী

Last Updated:
Who Is Nirvaan Birla: যশোবর্ধনের পুত্র নির্বাণ বিড়লা। তিনিও বাবার সঙ্গে পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন। বাবার মতো নির্বাণও মেধাবী। ব্যবসা-বুদ্ধিও প্রখর। শিক্ষাক্ষেত্রে বিড়লাদের ব্যবসা বৃদ্ধিতে নির্বাণের অবদানও প্রচুর। তবে শুধু শিল্পমহল বা ব্যবসার জগত নয়, বলিউডেও নির্বাণ তুমুল জনপ্রিয়। তিনি অনেক সেলেব্রেটিরই ঘনিষ্ঠ বন্ধু।
1/5
বিড়লা গ্রুপ। ভারতের শিল্প জগতের অন্যতম বড় নাম। স্টিল পাইপ, মেশিন টুলস থেকে শুরু করে প্রকাশনা, বিদ্যুৎ প্রায় সব ক্ষেত্রেই ছড়িয়ে রয়েছে তাদের ব্যবসা। বর্তমানে বিড়লা গ্রুপকে নেতৃত্ব দিচ্ছেন যশোবর্ধন বিড়লা। পারিবারিক ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। যশোবর্ধনের পুত্র নির্বাণ বিড়লা। তিনিও বাবার সঙ্গে পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন। বাবার মতো নির্বাণও মেধাবী। ব্যবসা-বুদ্ধিও প্রখর। শিক্ষাক্ষেত্রে বিড়লাদের ব্যবসা বৃদ্ধিতে নির্বাণের অবদানও প্রচুর। তবে শুধু শিল্পমহল বা ব্যবসার জগত নয়, বলিউডেও নির্বাণ তুমুল জনপ্রিয়। তিনি অনেক সেলেব্রেটিরই ঘনিষ্ঠ বন্ধু।
বিড়লা গ্রুপ। ভারতের শিল্প জগতের অন্যতম বড় নাম। স্টিল পাইপ, মেশিন টুলস থেকে শুরু করে প্রকাশনা, বিদ্যুৎ প্রায় সব ক্ষেত্রেই ছড়িয়ে রয়েছে তাদের ব্যবসা। বর্তমানে বিড়লা গ্রুপকে নেতৃত্ব দিচ্ছেন যশোবর্ধন বিড়লা। পারিবারিক ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। যশোবর্ধনের পুত্র নির্বাণ বিড়লা। তিনিও বাবার সঙ্গে পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন। বাবার মতো নির্বাণও মেধাবী। ব্যবসা-বুদ্ধিও প্রখর। শিক্ষাক্ষেত্রে বিড়লাদের ব্যবসা বৃদ্ধিতে নির্বাণের অবদানও প্রচুর। তবে শুধু শিল্পমহল বা ব্যবসার জগত নয়, বলিউডেও নির্বাণ তুমুল জনপ্রিয়। তিনি অনেক সেলেব্রেটিরই ঘনিষ্ঠ বন্ধু।
advertisement
2/5
এখনও পর্যন্ত কোনও অভিনেত্রীর সঙ্গে নির্বাণের নাম জড়ায়নি। তবে সম্প্রতি আমিশা প্যাটেলের একটি পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। ইনস্টাগ্রামে নির্বাণের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ‘গদর ২’-এর অভিনেত্রী। তাতে দেখা যাচ্ছে, আমিশা বসে রয়েছেন। তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরেছেন নির্বাণ। এই ছবি অনেকেরই নজর কেড়েছে। প্রেমের গুঞ্জন ডালপালা মেলছে ক্রমশ।
এখনও পর্যন্ত কোনও অভিনেত্রীর সঙ্গে নির্বাণের নাম জড়ায়নি। তবে সম্প্রতি আমিশা প্যাটেলের একটি পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। ইনস্টাগ্রামে নির্বাণের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ‘গদর ২’-এর অভিনেত্রী। তাতে দেখা যাচ্ছে, আমিশা বসে রয়েছেন। তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরেছেন নির্বাণ। এই ছবি অনেকেরই নজর কেড়েছে। প্রেমের গুঞ্জন ডালপালা মেলছে ক্রমশ।
advertisement
3/5
এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই। তবে নির্বাণ বিড়লাকে নিয়ে আগ্রহ জন্মেছে অনেকেরই। কে এই নির্বাণ? বিড়লা গ্রুপে তাঁর কী অবদান? জন্মকুণ্ডলী ঘেঁটে দেখতে চাইছেন অনেকেই। নির্বাণ বিড়লা ওপেন মাইন্ডস এডুকেশন প্রাইভেট লিমিটেড এবং বিরলা ব্রেনিয়াক্স প্রাইভেট লিমিটেড-এর প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর। স্কুলের পড়াশোনা শেষ করে মুম্বই থেকে স্নাতক হন নির্বাণ। এরপর লন্ডনের ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনস্টার থেকে ম্যানেজমেন্ট কোর্স করেন। গ্র্যাজুয়েশন করতে করতেই পারিবারিক ব্যবসায় যোগ দেন। বিড়লা ওয়েলনেস এবং বিরলা শ্লোকা এডুটেক-এ।
এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই। তবে নির্বাণ বিড়লাকে নিয়ে আগ্রহ জন্মেছে অনেকেরই। কে এই নির্বাণ? বিড়লা গ্রুপে তাঁর কী অবদান? জন্মকুণ্ডলী ঘেঁটে দেখতে চাইছেন অনেকেই। নির্বাণ বিড়লা ওপেন মাইন্ডস এডুকেশন প্রাইভেট লিমিটেড এবং বিরলা ব্রেনিয়াক্স প্রাইভেট লিমিটেড-এর প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর। স্কুলের পড়াশোনা শেষ করে মুম্বই থেকে স্নাতক হন নির্বাণ। এরপর লন্ডনের ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনস্টার থেকে ম্যানেজমেন্ট কোর্স করেন। গ্র্যাজুয়েশন করতে করতেই পারিবারিক ব্যবসায় যোগ দেন। বিড়লা ওয়েলনেস এবং বিরলা শ্লোকা এডুটেক-এ।
advertisement
4/5
ম্যানেজমেন্ট পড়ার পর নিউবি টিস ইউকে, স্যাপিয়েন ক্যাপিটাল এবং মোতিলাল ওসওয়াল ফাইনান্সিয়াল সার্ভিসেস-এ ইন্টার্নশিপ করেন নির্বাণ। ব্যবসা কীভাবে গড়ে ওঠে, কীভাবে চালিয়ে নিয়ে যেতে হয়, হাতেকলমে শেখেন। ভারতে ফিরে পারিবারিক ব্যবসার দায়িত্ব নেন নির্বাণ। বিড়লা এডুটেক-এ বিজনেস ডেভেলপমেন্টের প্রধান হিসেবে যোগ দেন। এটা তাঁর পিতা যশোবর্ধন বিড়লা শুরু করেছিলেন। বিড়লা এডুটেকে যোগদানের পর নির্বাণ ছয় থেকে সাতটি ব্র্যান্ডকে মিশিয়ে একটি ব্র্যান্ড তৈরি করেন। নাম দেন ‘বিড়লা ওপেন মাইন্ডস’।
ম্যানেজমেন্ট পড়ার পর নিউবি টিস ইউকে, স্যাপিয়েন ক্যাপিটাল এবং মোতিলাল ওসওয়াল ফাইনান্সিয়াল সার্ভিসেস-এ ইন্টার্নশিপ করেন নির্বাণ। ব্যবসা কীভাবে গড়ে ওঠে, কীভাবে চালিয়ে নিয়ে যেতে হয়, হাতেকলমে শেখেন। ভারতে ফিরে পারিবারিক ব্যবসার দায়িত্ব নেন নির্বাণ। বিড়লা এডুটেক-এ বিজনেস ডেভেলপমেন্টের প্রধান হিসেবে যোগ দেন। এটা তাঁর পিতা যশোবর্ধন বিড়লা শুরু করেছিলেন। বিড়লা এডুটেকে যোগদানের পর নির্বাণ ছয় থেকে সাতটি ব্র্যান্ডকে মিশিয়ে একটি ব্র্যান্ড তৈরি করেন। নাম দেন ‘বিড়লা ওপেন মাইন্ডস’।
advertisement
5/5
নির্বাণের নেতৃত্বে বিড়লা ওপেন মাইন্ডস তরতর করে এগোতে থাকে। মাত্র পাঁচ বছরে ১৭টি স্কুল থেকে ১৪৩টি স্কুলে পৌঁছে যায়। ২০২০ সালে নির্বাণ চালু করেন ‘বিড়লা ব্রেনিয়াক্স’। Byju’s, Unacademy, Udemy, এবং Vedantu-এর মতো ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মগুলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। নির্বাণের কঠোর পরিশ্রম সফল হয়। একাধিক প্রতিযোগীর ভিড়েও নিজের স্বতন্ত্র জায়গা করে নেয় বিড়লা ব্রেনিয়াক্স।
নির্বাণের নেতৃত্বে বিড়লা ওপেন মাইন্ডস তরতর করে এগোতে থাকে। মাত্র পাঁচ বছরে ১৭টি স্কুল থেকে ১৪৩টি স্কুলে পৌঁছে যায়। ২০২০ সালে নির্বাণ চালু করেন ‘বিড়লা ব্রেনিয়াক্স’। Byju’s, Unacademy, Udemy, এবং Vedantu-এর মতো ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মগুলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। নির্বাণের কঠোর পরিশ্রম সফল হয়। একাধিক প্রতিযোগীর ভিড়েও নিজের স্বতন্ত্র জায়গা করে নেয় বিড়লা ব্রেনিয়াক্স।
advertisement
advertisement
advertisement