Amrita Singh Sunny Deol Love story : অমৃতার সঙ্গে সম্পর্কের কথা শুনে রেগে লাল! খোলাখুলি হুমকি বলিউডের ‘তারা সিং’-এর
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Amrita Singh Sunny Deol Love story : ‘বেতাব’ ছবির সাফল্যের পরে সানি-অমৃতার জুটি যেহেতু সকলেই পছন্দ করেছিলেন, তাই এই অভিনেতা-অভিনেত্রীর জুটিও সিদ্ধান্ত নেন যে, আরও ছবিতে একসঙ্গে কাজ করবেন তাঁরা।
প্রায় চল্লিশ বছর আগে ‘বেতাব’ ছবির হাত ধরে রুপোলি দুনিয়ায় পা রেখেছিলেন তাঁরা। আর প্রথম ছবিতেই বাজিমাত! সানি দেওল এবং অমৃতা সিংয়ের রসায়ন জায়গা করে নিয়েছিল ভক্তদের মনেও। ছবিটি তো সুপারহিট হয়েছিলই, গানগুলোও যেন অমরত্ব লাভ করেছিল। আর ছবিটি মুক্তি পাওয়ার পরেই ভক্তরা ভেবেছিলেন যে, সানি-অমৃতা হাবুডুবু খাচ্ছেন একে অপরের প্রেমে। সেই গুঞ্জনে উত্তাল হয়েছিল বলিউড।
advertisement
আশির দশকে অপার সৌন্দর্য এবং অভিনয় দক্ষতার জোরে ভক্তদের মনে ব্যাপক ঝড় তুলেছেন অমৃতা সিং। ‘বেতাব’ ছবির তুমুল সাফল্যের পরে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। অভিনেত্রীর পেশাগত জীবন তো সংবাদ শিরোনামে থাকতই, সেই সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়নি। শোনা যাচ্ছিল, সেই সময় প্রথম বারের জন্য ধর্মেন্দ্র-পুত্রের প্রেমের পড়েছিলেন অমৃতা।
advertisement
‘বেতাব’ ছবির সাফল্যের পরে সানি-অমৃতার জুটি যেহেতু সকলেই পছন্দ করেছিলেন, তাই এই অভিনেতা-অভিনেত্রীর জুটিও সিদ্ধান্ত নেন যে, আরও ছবিতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায় যে, দ্বিতীয় ছবির শ্যুটিং চলাকালীন সানির প্রেমে পড়েন অমৃতা। দীর্ঘদিন ধরে ছিল সম্পর্ক। কিন্তু একটি পত্রিকায় কিছু ছবি প্রকাশিত হওয়ার পরেই তাঁদের সম্পর্কের ভিত নড়ে যায়।
advertisement
advertisement