Tollywood News: তৃতীয়বার বিয়ের পিঁড়িতে কাঞ্চন, সবার সামনে শ্রীময়ীকে 'উত্তাল আদর'... কী বললেন দ্বিতীয় স্ত্রী পিঙ্কি?

Last Updated:
Tollywood News: যেহেতু তাঁদের ছেলে এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, তাই সে তার মায়ের কাছেই থাকবে। এই মুহূর্তে পিঙ্কি ‘স্বয়ংসিদ্ধা’ এবং ‘কনস্টেবল মঞ্জু’ সিরিয়াল নিয়ে ব্যস্ত। পাশাপাশি সিনেমা, সিরিজেও তাঁকে দেখা যায়। হাতে রয়েছে একাধিক কাজ। আপাতত ছেলেকে নিয়ে সেদিকেই মন দিতে চান তিনি।
1/8
শ্রীময়ীর কাছে আসার পরই পিঙ্কির সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে কাঞ্চনের। প্রথমদিকে তাঁরা এটি অস্বীকারই করতেন। এ নিয়ে তাঁদের বৈবাহিক জীবনেও কম ঝড় ওঠেনি।
শ্রীময়ীর কাছে আসার পরই পিঙ্কির সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে কাঞ্চনের। প্রথমদিকে তাঁরা এটি অস্বীকারই করতেন। এ নিয়ে তাঁদের বৈবাহিক জীবনেও কম ঝড় ওঠেনি।
advertisement
2/8
মার্চের শুরুতেই ফের বিয়ের বাঁধনে বাঁধা পড়বেন অভিনেতা কাঞ্চন মল্লিক। তার আগে আইনি বিয়ে সেরে ফেলেছেন।
মার্চের শুরুতেই ফের বিয়ের বাঁধনে বাঁধা পড়বেন অভিনেতা কাঞ্চন মল্লিক। তার আগে আইনি বিয়ে সেরে ফেলেছেন।
advertisement
3/8
গুঞ্জন ছিল, কাঞ্চন-শ্রীময়ী নতুন জীবন শুরু করতে চলেছেন শীঘ্রই। অবশেষে বিয়ের তারিখও সকলের সামনে চলে এল।
গুঞ্জন ছিল, কাঞ্চন-শ্রীময়ী নতুন জীবন শুরু করতে চলেছেন শীঘ্রই। অবশেষে বিয়ের তারিখও সকলের সামনে চলে এল।
advertisement
4/8
প্রাক্তন স্ত্রী পিঙ্কির দাবি ছিল, বিধায়ক হওয়ার পর থেকেই প্রেম করতে শুরু করেন তাঁরা। শোনা যাচ্ছিল কাঞ্চন-শ্রীময়ী নাকি একত্রবাস শুরু করেছেন।
প্রাক্তন স্ত্রী পিঙ্কির দাবি ছিল, বিধায়ক হওয়ার পর থেকেই প্রেম করতে শুরু করেন তাঁরা। শোনা যাচ্ছিল কাঞ্চন-শ্রীময়ী নাকি একত্রবাস শুরু করেছেন।
advertisement
5/8
তবে শ্রীময়ী কখনও কাঞ্চনকে 'দাদা' বলেছেন, কখনও বলেছেন 'গুরু'। এমনকী শিক্ষক দিবসে পোস্টও দিয়েছিলেন।
তবে শ্রীময়ী কখনও কাঞ্চনকে 'দাদা' বলেছেন, কখনও বলেছেন 'গুরু'। এমনকী শিক্ষক দিবসে পোস্টও দিয়েছিলেন।
advertisement
6/8
সোমবার দুপুরে ফেসবুকে ছবি শেয়ার করেন শ্রীময়ী। মিস্টার মল্লিক হিসাবেই সম্বোধন করেন তিনি।
সোমবার দুপুরে ফেসবুকে ছবি শেয়ার করেন শ্রীময়ী। মিস্টার মল্লিক হিসাবেই সম্বোধন করেন তিনি।
advertisement
7/8
প্রাক্তন স্বামীর বিয়ের খবরে পিঙ্কি জানান, ''আমি মন থেকে চাই নবদম্পতি খুব ভাল থাকুক।আমি ছেলেকে নিয়ে ভীষণ সুখে আছি।'
প্রাক্তন স্বামীর বিয়ের খবরে পিঙ্কি জানান, ''আমি মন থেকে চাই নবদম্পতি খুব ভাল থাকুক।আমি ছেলেকে নিয়ে ভীষণ সুখে আছি।'
advertisement
8/8
যেহেতু তাঁদের ছেলে এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, তাই সে তার মায়ের কাছেই থাকবে। এই মুহূর্তে পিঙ্কি ‘স্বয়ংসিদ্ধা’ এবং ‘কনস্টেবল মঞ্জু’ সিরিয়াল নিয়ে ব্যস্ত। পাশাপাশি সিনেমা, সিরিজেও তাঁকে দেখা যায়। হাতে রয়েছে একাধিক কাজ। আপাতত ছেলেকে নিয়ে সেদিকেই মন দিতে চান তিনি।
যেহেতু তাঁদের ছেলে এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, তাই সে তার মায়ের কাছেই থাকবে। এই মুহূর্তে পিঙ্কি ‘স্বয়ংসিদ্ধা’ এবং ‘কনস্টেবল মঞ্জু’ সিরিয়াল নিয়ে ব্যস্ত। পাশাপাশি সিনেমা, সিরিজেও তাঁকে দেখা যায়। হাতে রয়েছে একাধিক কাজ। আপাতত ছেলেকে নিয়ে সেদিকেই মন দিতে চান তিনি।
advertisement
advertisement
advertisement