Vikrant Massey: বাবা হলেন '12th Fail' অভিনেতা বিক্রান্ত মেসি! ছেলে না মেয়ে? নিজেই দিলেন সুখবর...

Last Updated:
প্রেম দিবসের আগেই সন্তানের জন্ম দিলেন বিক্রান্তের স্ত্রী শীতল। নিজেরাই জানিয়েছেন সেই সুখবর।
1/7
নতুন অতিথি আসার সুখবর দিলেন বিক্রান্ত। দীর্ঘদিনের বান্ধবী অভিনেত্রী শীতল ঠাকুরের সঙ্গে ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-র দিনই রেজিস্ট্রি সারেন বিক্রান্ত। বিয়ের অনুষ্ঠান ছিল একেবারেই ঘরোয়া, ছিমছাম! উপস্থিত ছিলেন শুধু পরিবারের সদস্যরা। বিক্রান্ত-শীতলের এক কাছের বন্ধু জানান ভ্যালেন্টাইনস ডে-র দিন তাঁদের ভরসোভার বাড়িতেই রেজিস্ট্রি সারেন কপোত-কপোতি। প্রেম দিবসেই তাঁদের ভালবাসার পরিণতি দেবেন, এমনটা কিছুদিন আগেই ঠিক করেছিলেন তাঁরা!
নতুন অতিথি আসার সুখবর দিলেন বিক্রান্ত। দীর্ঘদিনের বান্ধবী অভিনেত্রী শীতল ঠাকুরের সঙ্গে ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-র দিনই রেজিস্ট্রি সারেন বিক্রান্ত। বিয়ের অনুষ্ঠান ছিল একেবারেই ঘরোয়া, ছিমছাম! উপস্থিত ছিলেন শুধু পরিবারের সদস্যরা। বিক্রান্ত-শীতলের এক কাছের বন্ধু জানান ভ্যালেন্টাইনস ডে-র দিন তাঁদের ভরসোভার বাড়িতেই রেজিস্ট্রি সারেন কপোত-কপোতি। প্রেম দিবসেই তাঁদের ভালবাসার পরিণতি দেবেন, এমনটা কিছুদিন আগেই ঠিক করেছিলেন তাঁরা!
advertisement
2/7
প্রেম দিবসের আগেই সন্তানের জন্ম দিলেন বিক্রান্তের স্ত্রী শীতল। নিজেরাই জানিয়েছেন সেই সুখবর।
প্রেম দিবসের আগেই সন্তানের জন্ম দিলেন বিক্রান্তের স্ত্রী শীতল। নিজেরাই জানিয়েছেন সেই সুখবর।
advertisement
3/7
‘হাসিনা দিলরুবা’ তারকা বিক্রান্ত এই প্রজন্মের তরুণ তুর্কিদের মধ্যে অন্যতম সেরা অভিনেতা! তবে আপাতত তাঁর নাম লোকের মুখে মুখে শুধু 12th Fail ছবির কারণে। শীতল ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয় নাম। তাঁর জনপ্রিয় শোগুলির মধ্যে রয়েছে ‘আপস্টারটস’, ‘ব্রিজ মোহন অমর রহে’, ‘চপ্পড় ফাড় কে’। ALTBalaji-র ওয়েব সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এ অভিনয় করার সময়ই প্রথম আলাপ হয় বিক্রান্ত আর শীতলের!
‘হাসিনা দিলরুবা’ তারকা বিক্রান্ত এই প্রজন্মের তরুণ তুর্কিদের মধ্যে অন্যতম সেরা অভিনেতা! তবে আপাতত তাঁর নাম লোকের মুখে মুখে শুধু 12th Fail ছবির কারণে। শীতল ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয় নাম। তাঁর জনপ্রিয় শোগুলির মধ্যে রয়েছে ‘আপস্টারটস’, ‘ব্রিজ মোহন অমর রহে’, ‘চপ্পড় ফাড় কে’। ALTBalaji-র ওয়েব সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এ অভিনয় করার সময়ই প্রথম আলাপ হয় বিক্রান্ত আর শীতলের!
advertisement
4/7
বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় "12th ফেল" ছয় সপ্তাহে ৫০ কোটির ঘরে নাম লেখায়। বিক্রান্ত ম্যাসি এবং মেধা শঙ্কর অভিনীত, ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন।
বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় "12th ফেল" ছয় সপ্তাহে ৫০ কোটির ঘরে নাম লেখায়। বিক্রান্ত ম্যাসি এবং মেধা শঙ্কর অভিনীত, ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন।
advertisement
5/7
শুধু বক্স অফিস না আছে আরও এক সুখবর। ছবির মূল অভিনেতা বিক্রান্ত জানিয়েছেন যে ছবিটি ২০২৪ সালের অস্কারে লড়াইয়ের জন্য পাঠানো হয়েছে।
শুধু বক্স অফিস না আছে আরও এক সুখবর। ছবির মূল অভিনেতা বিক্রান্ত জানিয়েছেন যে ছবিটি ২০২৪ সালের অস্কারে লড়াইয়ের জন্য পাঠানো হয়েছে।
advertisement
6/7
বাস্তবের মনোজের লড়াই রুপোলি পর্দায় অনবদ্য ভাবে তুলে ধরেছেন বিক্রান্ত ম্যাসি৷ সংসারের আর্থিক কষ্ট, অভাব অনটনকে সঙ্গে নিয়েই শুধুমাত্র ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছনোর দৌড়ে যে জয়ী হওয়া যায়, তেমনই এক জলজ্যান্ত গল্প বলেছেন সিনেমার পরিচালক বিধু বিনোদ চোপড়া৷
বাস্তবের মনোজের লড়াই রুপোলি পর্দায় অনবদ্য ভাবে তুলে ধরেছেন বিক্রান্ত ম্যাসি৷ সংসারের আর্থিক কষ্ট, অভাব অনটনকে সঙ্গে নিয়েই শুধুমাত্র ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছনোর দৌড়ে যে জয়ী হওয়া যায়, তেমনই এক জলজ্যান্ত গল্প বলেছেন সিনেমার পরিচালক বিধু বিনোদ চোপড়া৷
advertisement
7/7
সিনেমার দারুণ সাফল্য়ের পরে এবার অভিনেতার জীবনে আরও এক সুখবর।
সিনেমার দারুণ সাফল্য়ের পরে এবার অভিনেতার জীবনে আরও এক সুখবর।
advertisement
advertisement
advertisement