Tamannaah-Vijay: আইকন তমান্নাই একদম 'পারফেক্ট', অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যা বললেন বিজয়, তোলপাড় নেটপাড়া
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Tamannaah-Vijay: বিজয় 'লাস্ট স্টোরিজ ২' নিয়ে জানিয়েছেন, 'আমি অনুভব করেছিলাম, তমান্নাই এর জন্য উপযুক্ত৷ তবে স্ক্রিপ্ট পড়ে তমান্না ইচ্ছুক ছিল চরিত্রটি করতে৷
তমান্না ও বিজয় দুজনেই তাদের সম্পর্ককে স্পটলাইট থেকে দূরে রাখলেও চলতি বছর জানুয়ারি মাসেই প্রথম ডেটিংয়ের গুজব ছড়িয়ে পড়েছিল৷ ভাইরাল হওয়া ভিডিওতে একে অপরকে চুম্বন করার পরই তাদের নিয়ে চর্চা শুরু হয়েছিল৷ অবশেষে তা স্বীকার করে নিয়েছেন তারা৷ দক্ষিণী অভিনেত্রী তমান্না ভাটিয়া এবং বিজয়কে নিয়ে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা৷
advertisement
advertisement
advertisement
advertisement
সম্প্রতি এক সাক্ষাৎকারে তমান্না জানিয়েছেন,'লাস্ট স্টোরিজ ২'-এর জন্যই প্রথমবার নিজের ১৮ বছরের প্রতিজ্ঞা ভেঙেছেন৷ এত বছরে কর্মজীবনে কখনও কোন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি৷ তমান্না আরও জানিয়েছেন, 'আমি সবসময় সুজয় ঘোষের সঙ্গে কাজ করতে চেয়েছি৷ আমি নিজে ভীষণ কৃতজ্ঞ সুজয় এই চরিত্রের জন্য আমাকে বেছে নিয়েছে'৷ আগামী ২৯ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে 'লাস্ট স্টোরিজ ২' ৷