বলিউডে হট অভিনেত্রীদের মধ্যে অন্যতন বাণী কাপুর। কালো রঙের স্ট্র্যাপলেস গাউন পরে একটি ফোটোশ্যুট করলেন অভিনেত্রী। পারদ চড়ল মুহূর্তে। শরীর আঁকড়ে আছে কালো অফ শোল্ডার গাউন। বাণীর শরীরী হাতছানি স্পষ্ট এই পোশাকে। শরীর ঘিরে কালো ব্রালেট। তার সঙ্গে স্ট্রাইপড প্যান্ট। পালক দেওয়া শিফন শাড়ির সঙ্গে ব্রালেট। কালো শাড়িতে মোহময়ী বাণী কাপুর। ওয়ান শোল্ডার বডিকন ড্রেসে স্পষ্ট বাণী কাপুরের আওয়ারগ্লাস ফিগার। কালো প্যান্টের সঙ্গে ব্রালেট। স্পষ্ট বাণী কাপুরের অ্যাবস। বোঝাই যায় ফিগার নিয়ে বেশ সচেতন নায়িকা। কালো শাড়িতে বাণী। চোখ ফেরাবে কার সাধ্য আছে। সেমি শিয়ার কালো ড্রেসে চমক বাণী কাপুরের। তিনিও একজন ফ্যাশনিস্তা। কালো রঙের স্যাটিন ড্রেসে বাণী। অভিনেত্রী সুদ্ধ দেসি রোম্যান্স ও বেফিকরে ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন।