ভুলে যাবেন ‘পুষ্পা ২’-এর কথা ! আর মাত্র ১৭ দিন পরেই নয়া অবতারে ফিরছেন এই সুপারস্টার, বক্স অফিসে পড়ে যাবে তোলপাড়

Last Updated:
Upcoming Bhojpuri Film 'Duns': ভোজপুরি ছবির হিট মেশিন বলেও ডাকা হয় তাঁকে। খেসারিলাল যাদবের ‘ডান্স’ ছবির মুক্তির দিন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আপাতত সকলেই এই ছবিকে কেন্দ্র করে প্রচণ্ড উচ্ছ্বসিত।
1/6
ভোজপুরি সিনেমার নামীদামি সুপারস্টার খেসারিলাল যাদব। আবার ভোজপুরি ছবির হিট মেশিন বলেও ডাকা হয় তাঁকে। খেসারিলাল যাদবের ‘ডান্স’ ছবির মুক্তির দিন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আপাতত সকলেই এই ছবিকে কেন্দ্র করে প্রচণ্ড উচ্ছ্বসিত। সম্পূর্ণ অন্যরকম এক অ্যাকশন অবতারে প্রথম বারের জন্য রুপোলি পর্দায় অবতীর্ণ হতে চলেছেন এই ভোজপুরি সুপারস্টার।
ভোজপুরি সিনেমার নামীদামি সুপারস্টার খেসারিলাল যাদব। আবার ভোজপুরি ছবির হিট মেশিন বলেও ডাকা হয় তাঁকে। খেসারিলাল যাদবের ‘ডান্স’ ছবির মুক্তির দিন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আপাতত সকলেই এই ছবিকে কেন্দ্র করে প্রচণ্ড উচ্ছ্বসিত। সম্পূর্ণ অন্যরকম এক অ্যাকশন অবতারে প্রথম বারের জন্য রুপোলি পর্দায় অবতীর্ণ হতে চলেছেন এই ভোজপুরি সুপারস্টার।
advertisement
2/6
ভোজপুরি ছবি ‘ডান্স’-এর মুক্তির দিন ঘোষণা করেছেন নির্মাতারা। আজ থেকে মাত্র ১৭ দিন পরেই অর্থাৎ আগামী ২১ ফেব্রুয়ারি বিহার এবং ঝাড়খণ্ড রাজ্য জুড়ে মুক্তি পেতে চলেছে ছবিটি। আপাতত জোরকদমে এই ভোজপুরি ছবির প্রচারের জন্য প্রস্তুতি নিয়েছেন প্রযোজক এবং পরিচালকেরা। আর ছবির প্রচারে অংশগ্রহণ করতে চলেছেন খেসারিলাল যাদবও।
ভোজপুরি ছবি ‘ডান্স’-এর মুক্তির দিন ঘোষণা করেছেন নির্মাতারা। আজ থেকে মাত্র ১৭ দিন পরেই অর্থাৎ আগামী ২১ ফেব্রুয়ারি বিহার এবং ঝাড়খণ্ড রাজ্য জুড়ে মুক্তি পেতে চলেছে ছবিটি। আপাতত জোরকদমে এই ভোজপুরি ছবির প্রচারের জন্য প্রস্তুতি নিয়েছেন প্রযোজক এবং পরিচালকেরা। আর ছবির প্রচারে অংশগ্রহণ করতে চলেছেন খেসারিলাল যাদবও।
advertisement
3/6
সম্প্রতি এই ছবির ট্রেলারও সামনে আনা হয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় সকলেই এই ট্রেলার পছন্দ করেছেন। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে যে, খেসারিলাল যাদবকে সম্পূর্ণ এক অন্যরকম অ্যাকশন অবতারে দেখা যাবে। আর এই ছবিকে কেন্দ্র করে উচ্ছ্বসিত খোদ সুপারস্টারও। অভিনেতা খেসারিলাল বলেন যে, “এই ছবিতে একাধিক নতুন জিনিস দেখতে পাবেন দর্শকরা। এটা মূলত দারুণ একটা মিউজিক্যাল লাভ স্টোরি। সঙ্গে অবশ্য থাকবে দুর্ধর্ষ মারপিটের মারকাটারি দৃশ্যও। আসলে আমরা আমাদের দর্শকদের জন্য সব সময় অন্যরকম কিছু নিয়ে আসার চেষ্টা করি। আর সেই কারণে নানা রকম নতুন বিষয়ের সাক্ষী হতে পারেন আমাদের দর্শকরা।”
সম্প্রতি এই ছবির ট্রেলারও সামনে আনা হয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় সকলেই এই ট্রেলার পছন্দ করেছেন। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে যে, খেসারিলাল যাদবকে সম্পূর্ণ এক অন্যরকম অ্যাকশন অবতারে দেখা যাবে। আর এই ছবিকে কেন্দ্র করে উচ্ছ্বসিত খোদ সুপারস্টারও। অভিনেতা খেসারিলাল বলেন যে, “এই ছবিতে একাধিক নতুন জিনিস দেখতে পাবেন দর্শকরা। এটা মূলত দারুণ একটা মিউজিক্যাল লাভ স্টোরি। সঙ্গে অবশ্য থাকবে দুর্ধর্ষ মারপিটের মারকাটারি দৃশ্যও। আসলে আমরা আমাদের দর্শকদের জন্য সব সময় অন্যরকম কিছু নিয়ে আসার চেষ্টা করি। আর সেই কারণে নানা রকম নতুন বিষয়ের সাক্ষী হতে পারেন আমাদের দর্শকরা।”
advertisement
4/6
অভিনেতা আরও বলেন যে, “প্রেক্ষাগৃহে অত্যন্ত ভাল একটা ছবি নিয়ে আসার জন্য ছবির প্রযোজক-পরিচালকরাও অভিনন্দনের দাবিদার। প্রত্যেকটা জায়গায় আমি যাব, এই ছবির প্রচার করতে। যেখানে আমার যাওয়া উচিত বলে মনে হবে, সেখানেই যাব।”
অভিনেতা আরও বলেন যে, “প্রেক্ষাগৃহে অত্যন্ত ভাল একটা ছবি নিয়ে আসার জন্য ছবির প্রযোজক-পরিচালকরাও অভিনন্দনের দাবিদার। প্রত্যেকটা জায়গায় আমি যাব, এই ছবির প্রচার করতে। যেখানে আমার যাওয়া উচিত বলে মনে হবে, সেখানেই যাব।”
advertisement
5/6
এখানেই শেষ নয়, খেসারিলাল যাদবের কথায়, “বিহারের যে সমস্ত জেলায় এই ছবির প্রচার হবে, সেখানেই আমি যাব। দর্শকদের কাছে আমি অনুরোধ করতে চাই যে, যেখানেই আপনারা এই ছবির পোস্টার আর ট্রেলার দেখবেন, সেটা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিন।” বিহারের সেই সমস্ত প্রেক্ষাগৃহেই এই ছবিটি মুক্তি পেতে চলেছে, যেখানে ভোজপুরি ছবি মুক্তি পায়। এই ছবির জন্য প্রত্যেকটি শহর এবং গ্রামে এমন আবহ তৈরি করা হয়েছে, যাতে তাঁরাও হলমুখো হতে পারেন, যাঁরা সচরাচর হলমুখো হন না।
এখানেই শেষ নয়, খেসারিলাল যাদবের কথায়, “বিহারের যে সমস্ত জেলায় এই ছবির প্রচার হবে, সেখানেই আমি যাব। দর্শকদের কাছে আমি অনুরোধ করতে চাই যে, যেখানেই আপনারা এই ছবির পোস্টার আর ট্রেলার দেখবেন, সেটা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিন।” বিহারের সেই সমস্ত প্রেক্ষাগৃহেই এই ছবিটি মুক্তি পেতে চলেছে, যেখানে ভোজপুরি ছবি মুক্তি পায়। এই ছবির জন্য প্রত্যেকটি শহর এবং গ্রামে এমন আবহ তৈরি করা হয়েছে, যাতে তাঁরাও হলমুখো হতে পারেন, যাঁরা সচরাচর হলমুখো হন না।
advertisement
6/6
এই ছবির প্রযোজক সুধীর সিং বলেন যে, “ডান্স খুবই ভাল একটা ছবি। আমরা চাই যে, আরও আরও দর্শক যেন এই ছবিটি দেখতে আসেন। প্রথমে বিহার এবং ঝাড়খণ্ডে মুক্তি পাবে এই ছবিটি। এরপরে অন্যান্য জায়গাতেও মুক্তি পাবে ছবিটি।” খেসারিলাল যাদবের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন শাহওয়ার আলি, দেব সিং, সমর্থ চতুর্বেদী, পাপ্পু যাদব, মহেশ আচার্য, বিজয়লক্ষ্মী, শ্রদ্ধা নভল, জে নীলম, প্রেম দুবে, জেপি সিং, গৌরী শঙ্কর, মাহি খান, চাহত এবং আরিয়ান বাবুর মতো হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। ডান্স ছবির পিআরও-র দায়িত্ব সামলাচ্ছেন সঞ্জয় ভূষণ পাটিয়ালা।
এই ছবির প্রযোজক সুধীর সিং বলেন যে, “ডান্স খুবই ভাল একটা ছবি। আমরা চাই যে, আরও আরও দর্শক যেন এই ছবিটি দেখতে আসেন। প্রথমে বিহার এবং ঝাড়খণ্ডে মুক্তি পাবে এই ছবিটি। এরপরে অন্যান্য জায়গাতেও মুক্তি পাবে ছবিটি।” খেসারিলাল যাদবের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন শাহওয়ার আলি, দেব সিং, সমর্থ চতুর্বেদী, পাপ্পু যাদব, মহেশ আচার্য, বিজয়লক্ষ্মী, শ্রদ্ধা নভল, জে নীলম, প্রেম দুবে, জেপি সিং, গৌরী শঙ্কর, মাহি খান, চাহত এবং আরিয়ান বাবুর মতো হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। ডান্স ছবির পিআরও-র দায়িত্ব সামলাচ্ছেন সঞ্জয় ভূষণ পাটিয়ালা।
advertisement
advertisement
advertisement