মুখ ঢাকা! সবুজ সুতোর পোশাকে অন্তর্বাস ছাড়া খোলা শরীর, 'একটু লজ্জা পাও' নেটমাধ্যমে উরফিকে নিয়ে ঝড়

Last Updated:
গত রাতে উরফির সবুজ জাল পোশাক পরা ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে৷ জামার সঙ্গে মিলিয়ে সবুজ হাই হিল এবং গোল্ডেন চোকার পরেছিলেন অভিনেত্রী৷
1/6
উরফি জাভেদ! আপাতত এই নামটা বললেই চোখের সামনে ভেসে ওঠে বলিপাড়ার এই নায়িকার মুখ। না, অভিনয়ের জন্য তিনি বিখ্যাত হননি। উরফি চর্চায় আসেন তাঁর অভিনব পোশাকের জন্য। (ছবি: ইনস্টাগ্রাম)
উরফি জাভেদ! আপাতত এই নামটা বললেই চোখের সামনে ভেসে ওঠে বলিপাড়ার এই নায়িকার মুখ। না, অভিনয়ের জন্য তিনি বিখ্যাত হননি। উরফি চর্চায় আসেন তাঁর অভিনব পোশাকের জন্য। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
2/6
উরফির মতো অবাক করা পোশাক বি-টাউনে আর কাউকেই পরতে দেখা যায় না। নিজের পুরোনো জামা কেটে অদ্ভুত সব পোশাক বানান উরফি। কখনও গোটা পোশাকটাই কাটা। কোনও মতে গোপনাঙ্গ ঢেকে বেরিয়ে পড়েন রাস্তায়। (ছবি: ইনস্টাগ্রাম)
উরফির মতো অবাক করা পোশাক বি-টাউনে আর কাউকেই পরতে দেখা যায় না। নিজের পুরোনো জামা কেটে অদ্ভুত সব পোশাক বানান উরফি। কখনও গোটা পোশাকটাই কাটা। কোনও মতে গোপনাঙ্গ ঢেকে বেরিয়ে পড়েন রাস্তায়। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
3/6
এইবার একেবারেই সবকিছু বাউন্ডারি ছাড়িয়ে গিয়েছে। পোশাকটি পুরোটাই সবুজ জালের। হাত-পা-সর্বাঙ্গ ঢাকা সবুজ জালে। এমনকি মুখও ঢেকেছেন তিনি জাল দিয়ে। শুধুমাত্র বক্ষদেশ এবং নিচের অংশ ঢাকা অন্তর্বাসে। (ছবি: ইনস্টাগ্রাম)
এইবার একেবারেই সবকিছু বাউন্ডারি ছাড়িয়ে গিয়েছে। পোশাকটি পুরোটাই সবুজ জালের। হাত-পা-সর্বাঙ্গ ঢাকা সবুজ জালে। এমনকি মুখও ঢেকেছেন তিনি জাল দিয়ে। শুধুমাত্র বক্ষদেশ এবং নিচের অংশ ঢাকা অন্তর্বাসে। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
4/6
নেটমাধ্যমে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে৷ নিন্দার ঝড়ে উত্তপ্ত সোশ্যাল মাধ্যম৷ শুধুই নেটমাধ্যম না, সেলেব্রিটি সুনীল পাল, হিন্দুস্থান বাহু এবং চাহত খান্নাও এই ঘটনায় ঘৃণা জানিয়েছে৷ স্পিটভিলা ৪-এর সহকর্মী সাক্ষী দিভেদী বহুবার উরফির ড্রেস নিয়ে মন্তব্য করেছেন৷ (ছবি: ইনস্টাগ্রাম)
নেটমাধ্যমে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে৷ নিন্দার ঝড়ে উত্তপ্ত সোশ্যাল মাধ্যম৷ শুধুই নেটমাধ্যম না, সেলেব্রিটি সুনীল পাল, হিন্দুস্থান বাহু এবং চাহত খান্নাও এই ঘটনায় ঘৃণা জানিয়েছে৷ স্পিটভিলা ৪-এর সহকর্মী সাক্ষী দিভেদী বহুবার উরফির ড্রেস নিয়ে মন্তব্য করেছেন৷ (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
5/6
গত রাতে উরফির সবুজ জাল পোশাক পরা ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে৷ জামার সঙ্গে মিলিয়ে সবুজ হাই হিল এবং গোল্ডেন চোকার পরেছিলেন অভিনেত্রী৷ (ছবি: ইনস্টাগ্রাম)
গত রাতে উরফির সবুজ জাল পোশাক পরা ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে৷ জামার সঙ্গে মিলিয়ে সবুজ হাই হিল এবং গোল্ডেন চোকার পরেছিলেন অভিনেত্রী৷ (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
6/6
একজন নেটমাধ্যম ব্যবহারকারী জানিয়েছেন, "কিছু তো লজ্জা করো... পুরো শরীর দেখাচ্ছেন... ছি! আবার নিজের মুখ ঢাকছেন?" অন্য একজন জনিয়েছেন, "এবার তো সিরিয়াসলি আপনার ডুবে মরে যাওয়া উচিত৷" (ছবি: ইনস্টাগ্রাম)
একজন নেটমাধ্যম ব্যবহারকারী জানিয়েছেন, "কিছু তো লজ্জা করো... পুরো শরীর দেখাচ্ছেন... ছি! আবার নিজের মুখ ঢাকছেন?" অন্য একজন জনিয়েছেন, "এবার তো সিরিয়াসলি আপনার ডুবে মরে যাওয়া উচিত৷" (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
advertisement
advertisement