Bollywood Gossip: ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী প্রেমিকা, চলছে কেমোথেরাপি, বয়ফ্রেন্ডের এমন প্রতিক্রিয়ায় চমকে উঠবেন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Rocky Jaiswal Statement on Marriage With Hina Khan: ক্যানসারের চিকিৎসার কারণে হিনার উদ্দেশ্য বদলে যায়। এখন হিনার বয়ফ্রেন্ড রকি জয়সওয়াল তাঁর অসুস্থতা এবং বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। যা জানলে নিশ্চয়ই চমকে যাবেন হিনা খান...
অভিনেত্রী হিনা খান ক্যানসারে আক্রান্ত। থার্ড স্টেজ স্তন ক্যানসার তাঁর। শুরু হয়েছে চিকিৎসা। সূত্রের খবর, হিনা তাঁর প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করতে চেয়েছিলেন। ক্যানসারের চিকিৎসার কারণে হিনার উদ্দেশ্য বদলে যায়। এখন হিনার বয়ফ্রেন্ড রকি জয়সওয়াল তাঁর অসুস্থতা এবং বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। যা জানলে নিশ্চয়ই চমকে যাবেন হিনা খান...
advertisement
'ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়'-এর অক্ষরা ওরফে হিনা খান অতি জনপ্রিয় অভিনেত্রী। ক্যারিয়ারের থেকে ব্যক্তিগত জীবন, প্রেমের জন্য খবরে থাকেন হিনা। ১১ বছর ধরে রকি জয়সওয়ালের সঙ্গে তাঁর প্রেম। দু’জন ভিন্ন ধর্মের৷ তাঁদের এই প্রেম নিয়ে অনেক কথা হয় সোশ্যাল মিডিয়ায়৷ আপাতত ক্যানসারে আক্রান্ত হিনার চিকিৎসা চলছে৷ এখনও কী এই প্রেম এগোবে, এই নিয়ে নানা প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়৷ এবার রকি দিয়েছেন তাঁর উত্তর।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
হিনার অসুস্থতা এবং বিয়ে সম্পর্কে রকি জয়সওয়াল জানিয়েছেন যে তাঁদের সম্পর্ক মোটেও ঠুনকো নয়৷ হিনা সুস্থ না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। বিয়ে করার কোনও তাড়া নেই তাঁর। এখন শুধু হিনার সুস্থ হওয়ার অপেক্ষায়। রকি বলেন, দুজনে একসঙ্গে ছিলেন এবং একসঙ্গেই থাকবেন। এখন রকির এই পদক্ষেপের প্রশংসা করা হচ্ছে।