টিভি অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা, হাতে লেখা ডায়রির পাতায় মৃত্যুর কারণ উল্লেখ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
পুলিশের হাতে এসেছে অভিনেত্রীর হাতে লেখা ডায়রি৷ সেই ডায়রির পাতা খতিয়ে দেখছে পুলিশ৷ সেখান থেকেই সম্ভাব্য আত্মহত্যার কারণ উঠে আসছে পুলিশের সামনে৷
advertisement
advertisement
তেজাজি নগর থানার সাইবাগ কলোনির বাড়ি থেকে অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।মামলার তথ্য দিতে গিয়ে এসিপি মতি রেহমান জানান যে,'তেজাজি নগর থানা এলাকা থেকে খবর পাওয়া গিয়েছে বৈশালী ঠক্কর নামে এক টিভি অভিনেত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাই আমরা ঘটনাস্থলে পৌঁছে তার সুইসাইড নোট উদ্ধার করেছি৷ সুইসাইড নোট পড়ে মনে হচ্ছে যে মনোকষ্টে ভুগছিলেন তিনি। তাকে হয়রানি করেছিলেন তার প্রাক্তন প্রেমিক৷ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
কী লেখা রয়েছে সুইসাইড নোটে? পুলিশ কর্তা জানিয়েছেন যে, 'সুইসাইড নোটের ভিত্তিতে জানা গিয়েছে যে তার প্রাক্তন প্রেমিক, যে তার প্রতিবেশী তাকে হেনস্থা করেছিল। তাই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। দুপুর সাড়ে ১২টা নাগাদ এ ঘটনা ঘটে। আপাতত পরিবারের সদস্যদের বিশেষ জিজ্ঞাসাবাদ করা হয়নি, কারণ তারা এখনও শোকগ্রস্ত।
advertisement
advertisement
advertisement
advertisement
জনপ্রিয় টিভি শো 'ইয়ে রিশতা কেয়া কেহতা হ্যায়'-এ সঞ্জনা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। তিনি বিগ বস-এও অংশ নিয়েছেন। বৈশালী এক বছর ধরে ইন্দোরে তার বাড়িতেই ছিলেন। ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় ছাড়াও বৈশালী অনেক সিরিয়ালে কাজ করেছেন যেমন সসুরাল সিমার কা, লাল ইশক এবং সুপার সিস্টার। সঞ্চালনা দিয়ে ক্যারিয়ার শুরু করেন।