Raja-Madhubani-Keshav: ছেলে কোলে পুরী ভ্রমণ রাজা-মধুবনীর, 'best father' খেতাব পেলেন রাজা!

Last Updated:
Raja-Madhubani son Keshav Goswami: সমুদ্রের পাড়ে বসে ছেলের সঙ্গে দারুণ উপভোগ করলেন সময়৷
1/14
ছুটির মুডে রাজা-মধুবনী৷ ছেলে কেশবকে নিয়ে পুরী ঘুরতে গিয়েছেন তাঁরা৷
ছুটির মুডে রাজা-মধুবনী৷ ছেলে কেশবকে নিয়ে পুরী ঘুরতে গিয়েছেন তাঁরা৷
advertisement
2/14
ছেলে বেশ ছোট, তবে তাতে কী৷ ছেলেকে নিয়েই সব জায়গায় ঘুরে বেড়ান রাজা-মধুবনী৷
ছেলে বেশ ছোট, তবে তাতে কী৷ ছেলেকে নিয়েই সব জায়গায় ঘুরে বেড়ান রাজা-মধুবনী৷
advertisement
3/14
মধুবনী খুবই ঈশ্বর বিশ্বাসী৷ ছেলের নামও বেছেছেন সেভাবে৷ গোপালের ১০৮টি নামের মধ্যে একটি হল কেশব৷
মধুবনী খুবই ঈশ্বর বিশ্বাসী৷ ছেলের নামও বেছেছেন সেভাবে৷ গোপালের ১০৮টি নামের মধ্যে একটি হল কেশব৷
advertisement
4/14
কেশবকে নিয়েই এখন কাটে মধুবনীর সময়৷ তিনি আপাতত কাজের থেকে বিরতি নিয়েছেন৷ জানিয়েছেন যে কেশব কিছুটা বড় হওয়া পর্যন্ত তিনি কোনও কাজে হাত দেবেন না৷ তবে নিজস্ব ব্যবসা শুরু করেছেন মধুবনী৷ তাঁর বিউটি পার্লার রয়েছে৷ নিয়মিত পার্লারের বিষয় পোস্ট করেন অভিনেত্রী৷
কেশবকে নিয়েই এখন কাটে মধুবনীর সময়৷ তিনি আপাতত কাজের থেকে বিরতি নিয়েছেন৷ জানিয়েছেন যে কেশব কিছুটা বড় হওয়া পর্যন্ত তিনি কোনও কাজে হাত দেবেন না৷ তবে নিজস্ব ব্যবসা শুরু করেছেন মধুবনী৷ তাঁর বিউটি পার্লার রয়েছে৷ নিয়মিত পার্লারের বিষয় পোস্ট করেন অভিনেত্রী৷
advertisement
5/14
ভালবাসা ডট কম ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে করতে প্রেম হয় রাজা-মধুবনীর৷ সেখান থেকে বিয়ে৷ ২০২১-এ এপ্রিল মাসে মা হন মধুবনী৷ এখন ছেলের সঙ্গেই তাঁর সময় কাটে৷ রাজা যদিও কাজে ব্যস্ত৷ খড়কুটো সিরিয়ালে অভিনয় করেন তিনি৷
ভালবাসা ডট কম ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে করতে প্রেম হয় রাজা-মধুবনীর৷ সেখান থেকে বিয়ে৷ ২০২১-এ এপ্রিল মাসে মা হন মধুবনী৷ এখন ছেলের সঙ্গেই তাঁর সময় কাটে৷ রাজা যদিও কাজে ব্যস্ত৷ খড়কুটো সিরিয়ালে অভিনয় করেন তিনি৷
advertisement
6/14
এবার সপরিবারে তাঁরা গিয়েছেন পুরী৷ রয়েছেন তাঁদের বাবা-মা-ও৷ ছেলেকে নিয়ে খুবই আনন্দ করছেন দু’জনে৷
এবার সপরিবারে তাঁরা গিয়েছেন পুরী৷ রয়েছেন তাঁদের বাবা-মা-ও৷ ছেলেকে নিয়ে খুবই আনন্দ করছেন দু’জনে৷
advertisement
7/14
সমুদ্রের ধারে ছেলেকে খুব ভাল সামলাতে দেখা গিয়েছে রাজাকে৷ তাই তো মধুবনী বলছেন, বেস্ট ফাদার৷
সমুদ্রের ধারে ছেলেকে খুব ভাল সামলাতে দেখা গিয়েছে রাজাকে৷ তাই তো মধুবনী বলছেন, বেস্ট ফাদার৷
advertisement
8/14
সবার সঙ্গে বাড়ির বাইরে গিয়ে মজা করছে ছোট্ট কেশবও৷ বাইরে খেতে মজা পাচ্ছে সে৷
সবার সঙ্গে বাড়ির বাইরে গিয়ে মজা করছে ছোট্ট কেশবও৷ বাইরে খেতে মজা পাচ্ছে সে৷
advertisement
9/14
একেবারে ৩ প্রজন্ম রয়েছে পুরীতে৷ রাজা-মধুবনী ও কেশবের সঙ্গে রয়েছেন তাঁদের বাবা- মা৷
একেবারে ৩ প্রজন্ম রয়েছে পুরীতে৷ রাজা-মধুবনী ও কেশবের সঙ্গে রয়েছেন তাঁদের বাবা- মা৷
advertisement
10/14
কখনও মায়ের কোলে তো কখনও বাবার কোলে ছোট্ট কেশব৷
কখনও মায়ের কোলে তো কখনও বাবার কোলে ছোট্ট কেশব৷
advertisement
11/14
ঘর থেকে বসে বসেই দেখছে সমুদ্র৷
ঘর থেকে বসে বসেই দেখছে সমুদ্র৷
advertisement
12/14
একইভাবে ছেলেকে নিয়ে একটি অনুষ্ঠানে যান রাজা-মধুবনী৷ সেখানে গিয়ে রাজা শেয়ার করেন বাবা হওয়ার অভিজ্ঞতা৷ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সুপারস্টার জিৎ৷
একইভাবে ছেলেকে নিয়ে একটি অনুষ্ঠানে যান রাজা-মধুবনী৷ সেখানে গিয়ে রাজা শেয়ার করেন বাবা হওয়ার অভিজ্ঞতা৷ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সুপারস্টার জিৎ৷
advertisement
13/14
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সুপারস্টার জিৎ৷
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সুপারস্টার জিৎ৷
advertisement
14/14
জিৎ কোলে তুলেন নেন কেশবকে৷
জিৎ কোলে তুলেন নেন কেশবকে৷
advertisement
advertisement
advertisement