Tunisha Sharma Death | নিজের পরিবারেরই এক বিশেষ সদস্যকে ভয় পেতেন তুনিশা, চাঞ্চল্যকর দাবি আইনজীবীর! অভিনেত্রীর মৃত্যুতে বাড়ছে রহস্য

Last Updated:
শিজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্র বলেন, "সঞ্জীব কৌশলের নাম শুনে তুনিশা আতঙ্কিত হয়ে পড়তেন। সঞ্জীব কৌশলের প্ররোচনায় তুনিশার মা তার ফোন ভেঙে দিয়েছিলেন৷"
1/4
এবার তুনিশার পরিবারের দিকেই আঙুল তুলছেন তাঁর প্রেমিক৷ তুনিশা শর্মা মৃত্যুর মামলায় ধৃত অভিনেতা শিজান খানের পরিবার তুনিশারই এক আঙ্কল-এর কথা উল্লেখ করেন৷ অভিযোগ, এই ব্যক্তিকে ভয় পেতেন তুনিশা৷ এমনকী শিজানের বোনেরা তুনিশার মাকেও তার শৈশবের মানসিক ট্রমার কারণ হিসাবে দায়ি করেছেন৷
এবার তুনিশার পরিবারের দিকেই আঙুল তুলছেন তাঁর প্রেমিক৷ তুনিশা শর্মা মৃত্যুর মামলায় ধৃত অভিনেতা শিজান খানের পরিবার তুনিশারই এক আঙ্কল-এর কথা উল্লেখ করেন৷ অভিযোগ, এই ব্যক্তিকে ভয় পেতেন তুনিশা৷ এমনকী শিজানের বোনেরা তুনিশার মাকেও তার শৈশবের মানসিক ট্রমার কারণ হিসাবে দায়ি করেছেন৷
advertisement
2/4
শিজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্র বলেন, "সঞ্জীব কৌশলের নাম শুনে তুনিশা আতঙ্কিত হয়ে পড়তেন। সঞ্জীব কৌশলের প্ররোচনায় তুনিশার মা তার ফোন ভেঙে দিয়েছিলেন৷"
শিজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্র বলেন, "সঞ্জীব কৌশলের নাম শুনে তুনিশা আতঙ্কিত হয়ে পড়তেন। সঞ্জীব কৌশলের প্ররোচনায় তুনিশার মা তার ফোন ভেঙে দিয়েছিলেন৷"
advertisement
3/4
আলি বাবা: দাস্তান-এ-কবুল' ধারাবাহিকের মেকআপ রুম থেকে উদ্ধার হয়েছে ২০ বছরের তুনিশার নিথর দেহ। পুলিশ সূত্রে খবর, ওয়াশরুমে গিয়েছিলেন নায়িকা, তার পর অনেকক্ষণ না বেরোলে দরজা ভেঙে মেকআপ রুমে ঢোকা হয়। সেখানেই ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ মেলে। পুলিশের প্রাথমিক অনুমান, অভিনেত্রী আত্মঘাতী হয়েছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধ হওয়ার ফলেই মৃত্যু হয়েছে তুনিশার। তারপর থেকে মৃত্যুতদন্ত চলাকালীন বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে।
আলি বাবা: দাস্তান-এ-কবুল' ধারাবাহিকের মেকআপ রুম থেকে উদ্ধার হয়েছে ২০ বছরের তুনিশার নিথর দেহ। পুলিশ সূত্রে খবর, ওয়াশরুমে গিয়েছিলেন নায়িকা, তার পর অনেকক্ষণ না বেরোলে দরজা ভেঙে মেকআপ রুমে ঢোকা হয়। সেখানেই ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ মেলে। পুলিশের প্রাথমিক অনুমান, অভিনেত্রী আত্মঘাতী হয়েছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধ হওয়ার ফলেই মৃত্যু হয়েছে তুনিশার। তারপর থেকে মৃত্যুতদন্ত চলাকালীন বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে।
advertisement
4/4
তবে পুলিশের দাবি বারেবারে বয়ান বদলাচ্ছেন শিজান ৷ সেটিও খতিয়ে দেখা হচ্ছে, তুনিশার বান্ধবী জানিয়েছেন শিজানের কাজই হল একাধিক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে গিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলা ৷
তবে পুলিশের দাবি বারেবারে বয়ান বদলাচ্ছেন শিজান ৷ সেটিও খতিয়ে দেখা হচ্ছে, তুনিশার বান্ধবী জানিয়েছেন শিজানের কাজই হল একাধিক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে গিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলা ৷
advertisement
advertisement
advertisement