‘পহলে ভি ম্যায়’ গানের সাহসী দৃশ্যে তাক লাগিয়েছেন তৃপ্তি; রণবীর প্রসঙ্গে কী বললেন ‘বুলবুল’ অভিনেত্রী?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Tripti Dimri Talks About Intimate Scenes with Ranbir Kapoor: বলাই বাহুল্য যে, ‘অ্যানিম্যাল’ ছবিতে দুর্ধর্ষ অভিনয়ের জাদুতে ভারতের নতুন জাতীয় ক্রাশের তকমা পেয়েছেন তৃপ্তি। এমনকী সোশ্যাল মিডিয়ার অনুরাগীরা তাঁকে ‘ভাবি ২’ বলে ডাকতে শুরু করেছেন।
রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবি মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। আর সেই ছবিতে অভিনয় করে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। ছবির প্রধান অভিনেত্রী রশ্মিকা মন্দানার তুলনায় বেশি আলোচনা হচ্ছে ‘বুলবুল’ অভিনেত্রীর অভিনয় নিয়ে। অ্যানিম্যাল ছবিতে পর্দায় রণবীরের সঙ্গে তৃপ্তির রসায়ন ভক্তদের নজর কেড়ে নিয়েছে।
advertisement
advertisement
আসলে ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের সঙ্গে তৃপ্তির ঘনিষ্ঠ দৃশ্য নিয়েই জোরদার আলোচনা চলছে। সংবাদমাধ্যমের সঙ্গে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তৃপ্তি ‘অ্যানিম্যাল’ ছবির সেই দৃশ্য প্রসঙ্গে খোলাখুলি কথা বললেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, রণবীরের প্রতি নিজের আকর্ষণের কথা কি তিনি অভিনেতাকে জানিয়েছিলেন? তৃপ্তি হেসে বলেন যে, “আমি খুবই নার্ভাস ছিলাম। আমি শুধু রণবীরকে এটাই বলেছিলাম যে, তিনি আমার প্রিয় অভিনেতা।”
advertisement
অভিনেত্রী আরও বলেন যে, “রণবীর কাপুর খুবই সাপোর্টিভ সহ-অভিনেতা।” এর পাশাপাশি রণবীরের উচ্ছ্বসিত প্রশংসাও করতে ভোলেননি পর্দার বুলবুল। এমনকী ‘পহলে ভি ম্যায়’ গানের ঘনিষ্ঠ দৃশ্যে রণবীরের ব্যবহার এবং আচরণের কথাও তুলে ধরেন অভিনেত্রী। তৃপ্তি বলেন যে, “যখন আপনার সহ-অভিনেতা প্রচণ্ড ভরসা করেন এবং আপনার খেয়াল রাখেন, তাহলে সেই বিষয়টাই সবথেকে বেশি সহায়ক হয়ে ওঠে। আর ওই সমস্ত দৃশ্যে অভিনয় করার সময়ে যে কোনও অভিনেতা-অভিনেত্রীরই কমফর্টেবল থাকতে হবে।
advertisement
সন্দীপ স্যার (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা), রণবীর এবং ডিওপি আমায় বলেন যে, যদি তোমার কমফর্টেবল মনে না হয়, তাহলে তুমি আমাদের জানাবে। আর তোমার যাতে সেটা মনে না হয়, সেই বিষয়টাই নিশ্চিত করব আমরা।”অভিনেত্রী আরও বলেন যে, “এমন একটা পরিবেশে থাকতে হবে, যেখানে তোমাকে ব্যক্তি হিসেবে সকলেই শ্রদ্ধা-সম্মান করবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা সকলের প্রতিটা পছন্দের খেয়াল রাখেন। আপনি যা করছেন, আর নির্দিষ্ট সেই মুহূর্তে কেমন অনুভব করেন, সেটার প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে।”