Trina Saha: নীল নয়, অন্য কারও সঙ্গে ডেটে তৃণা! থাকল না লুকোচুরি, প্রকাশ্যে একান্ত মুহূর্ত

Last Updated:
Trina Saha: পার্ক স্ট্রীটের এক নামী রেস্তোরাঁয় পেটপুজো সারলেন তৃণা। সঙ্গী তাঁর শাশুড়ি মা রোজি ভট্টাচার্য। তাঁর সঙ্গেই অবসর যাপন ছোটপর্দার গুনগুনের।
1/6
ধারাবাহিক, বড় পর্দা, ওটিটি, সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। দম ফেলার ফুরসৎ কোথায়! কিন্তু ব্যস্ত রুটিন থেকে সময় বার করে ডেটে গেলেন তৃণা সাহা। তবে সঙ্গী কিন্তু স্বামী নীল ভট্টাচার্য নন।
ধারাবাহিক, বড় পর্দা, ওটিটি, সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। দম ফেলার ফুরসৎ কোথায়! কিন্তু ব্যস্ত রুটিন থেকে সময় বার করে ডেটে গেলেন তৃণা সাহা। তবে সঙ্গী কিন্তু স্বামী নীল ভট্টাচার্য নন।
advertisement
2/6
পার্ক স্ট্রীটের এক নামী রেস্তোরাঁয় পেটপুজো সারলেন তৃণা। সঙ্গী তাঁর শাশুড়ি মা রোজি ভট্টাচার্য। তাঁর সঙ্গেই অবসর যাপন ছোটপর্দার গুনগুনের।
পার্ক স্ট্রীটের এক নামী রেস্তোরাঁয় পেটপুজো সারলেন তৃণা। সঙ্গী তাঁর শাশুড়ি মা রোজি ভট্টাচার্য। তাঁর সঙ্গেই অবসর যাপন ছোটপর্দার গুনগুনের।
advertisement
3/6
ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয় ডেজার্টের ছবি দিয়েছেন তৃণা। তাঁর সঙ্গেই লিখেছেন, 'শাশুড়ি মায়ের সঙ্গে ডেট।'
ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয় ডেজার্টের ছবি দিয়েছেন তৃণা। তাঁর সঙ্গেই লিখেছেন, 'শাশুড়ি মায়ের সঙ্গে ডেট।'
advertisement
4/6
আগাগোড়াই নীলের মা-বাবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৃণার। শ্বশুর-শাশুড়ির সঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যায় তাঁকে।
আগাগোড়াই নীলের মা-বাবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৃণার। শ্বশুর-শাশুড়ির সঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যায় তাঁকে।
advertisement
5/6
'বালিঝড়'-এর শেষের পর আপাতত ছবি এবং অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত তৃণা। সেই ব্যস্ততার ফাঁকেই পরিবারের সঙ্গে সময় কাটান অভিনেত্রী।
'বালিঝড়'-এর শেষের পর আপাতত ছবি এবং অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত তৃণা। সেই ব্যস্ততার ফাঁকেই পরিবারের সঙ্গে সময় কাটান অভিনেত্রী।
advertisement
6/6
২০২১ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন নীল-তৃণা। মাঝে তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে উত্তাল ছিল চারদিক। তবে যাবতীয় গুঞ্জনকে উড়িয়ে দিব্যি আছেন তাঁরা।
২০২১ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন নীল-তৃণা। মাঝে তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে উত্তাল ছিল চারদিক। তবে যাবতীয় গুঞ্জনকে উড়িয়ে দিব্যি আছেন তাঁরা।
advertisement
advertisement
advertisement