Gourab-Devlina Jamaisasthi: ৭ রকম মাছ, ৫ রকম ভাজাতেই শেষ নয়! কাঠের থালায় চোখ ধাঁধানো খানাপিনা, গৌরব-দেবলীনার জামাইষষ্ঠীতে চমক!

Last Updated:
Gourab-Devlina Jamaisasthi: উত্তমকুমারের নাতি গৌরবকে হাওয়া করে, সুতো পরিয়ে দিয়ে, ফল-মিষ্টি খেতে দিলেন শাশুড়ি। ফিটনেস ফ্রিক দম্পতি এইদিন ডায়েট ভেঙে মনের আনন্দে খাওয়াদাওয়া করেন।
1/6
জামাইষষ্ঠী মানেই পেটপুজো। বাঙালি বাড়িতে আদর-যত্ন করে জামাইকে খাওয়ানোর রীতি বেশ প্রাচীন। নানাবিধ পদ রেঁধে, ষষ্ঠী পুজো করে মেয়ে-জামাইকে পাতপেড়ে বসে খাওয়ান শাশুড়িরা।
জামাইষষ্ঠী মানেই পেটপুজো। বাঙালি বাড়িতে আদর-যত্ন করে জামাইকে খাওয়ানোর রীতি বেশ প্রাচীন। নানাবিধ পদ রেঁধে, ষষ্ঠী পুজো করে মেয়ে-জামাইকে পাতপেড়ে বসে খাওয়ান শাশুড়িরা।
advertisement
2/6
গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার এই নিয়ে ৪ বার জামাইষষ্ঠী উদযাপন করলেন। বিধায়ক দেবাশিস কুমারের বাড়িতে মেয়ে-জামাইয়ের এলাহি খানাপিনার ছবি এল প্রকাশ্যে।
গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার এই নিয়ে ৪ বার জামাইষষ্ঠী উদযাপন করলেন। বিধায়ক দেবাশিস কুমারের বাড়িতে মেয়ে-জামাইয়ের এলাহি খানাপিনার ছবি এল প্রকাশ্যে।
advertisement
3/6
শাশুড়ি মায়ের ষষ্ঠী পুজোর ঝলক দেখা গেল শুরুতে। উত্তমকুমারের নাতি গৌরবকে হাওয়া করে, সুতো পরিয়ে দিয়ে, ফল-মিষ্টি খেতে দিলেন শাশুড়ি। ফিটনেস ফ্রিক দম্পতি এইদিন ডায়েট ভেঙে মনের আনন্দে খাওয়াদাওয়া করেন।
শাশুড়ি মায়ের ষষ্ঠী পুজোর ঝলক দেখা গেল শুরুতে। উত্তমকুমারের নাতি গৌরবকে হাওয়া করে, সুতো পরিয়ে দিয়ে, ফল-মিষ্টি খেতে দিলেন শাশুড়ি। ফিটনেস ফ্রিক দম্পতি এইদিন ডায়েট ভেঙে মনের আনন্দে খাওয়াদাওয়া করেন।
advertisement
4/6
এবার কী ছিল গৌরব-দেবলীনার পাতে? কাঠের থালা-বাটিতে মেয়ে-জামাইকে খাবার সাজিয়ে দিয়েছেন শাশুড়ি।
এবার কী ছিল গৌরব-দেবলীনার পাতে? কাঠের থালা-বাটিতে মেয়ে-জামাইকে খাবার সাজিয়ে দিয়েছেন শাশুড়ি।
advertisement
5/6
তাতে রয়েছে ৭ রকমের ভাজা, ডাল, তরকারি। মোট ৭ রকমের মাছের পদ, পাবদা, পোনা, ভেটকি পাতুরি, ইলিশ, কই, পমফ্রেট, চিংড়ি।
তাতে রয়েছে ৭ রকমের ভাজা, ডাল, তরকারি। মোট ৭ রকমের মাছের পদ, পাবদা, পোনা, ভেটকি পাতুরি, ইলিশ, কই, পমফ্রেট, চিংড়ি।
advertisement
6/6
এথানেই শেষ নয়। শেষপাতে ছিল মিষ্টি দই এবং নানাবিধ রসের মিষ্টি। ফল-মিষ্টি-জলের পর এই এলাহি মেনু ছিল কুমার পরিবারের জামাইষষ্ঠীতে।
এথানেই শেষ নয়। শেষপাতে ছিল মিষ্টি দই এবং নানাবিধ রসের মিষ্টি। ফল-মিষ্টি-জলের পর এই এলাহি মেনু ছিল কুমার পরিবারের জামাইষষ্ঠীতে।
advertisement
advertisement
advertisement