Nusrat Jahan| Yash Dasgupta|| প্রিয়জনকে হারালেন যশ-নুসরত! আবার দেখা হবে, প্রার্থনা শোকে পাথর বাবা-মায়ের

Last Updated:
Yash_Nusrat lost their child: ছেলেকে হারালেন যশ-নুসরত। আজ কিছুক্ষণ আগে নুসরত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মনখারাপের এই খবর, ট্যাগ করেছেন সন্তানহারা বাবাকে।
1/9
*সন্তানকে হারালেন অভিনেতা যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী নুসরত জাহান। ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা-মা। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম। 
*সন্তানকে হারালেন অভিনেতা যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী নুসরত জাহান। ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা-মা। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম। 
advertisement
2/9
*রবিবার দুপুরে এই মর্মান্তিক খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সদ্য সন্তানহারা বাবা-মা। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম। 
*রবিবার দুপুরে এই মর্মান্তিক খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সদ্য সন্তানহারা বাবা-মা। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম। 
advertisement
3/9
*আজ কিছুক্ষণ আগে নুসরত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মনখারাপের এই খবর, ট্যাগ করেছেন সন্তানহারা বাবাকে। ছেলে হ্যাপির বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম। 
*আজ কিছুক্ষণ আগে নুসরত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মনখারাপের এই খবর, ট্যাগ করেছেন সন্তানহারা বাবাকে। ছেলে হ্যাপির বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম। 
advertisement
4/9
*নুসরত বা যশ প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দুই পোষ্য সন্তান হ্যাপি এবং ব্রুয়াসের সঙ্গে ছবি শেয়ার করেন। দিন দুই আগেও নুসরতের স্টোরিতে ‘মাই বেবিজ’ লিখে ছবি দিয়েছিলেন তাঁদের। তারপরেই এল এই মর্মান্তিক খবর। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম। 
*নুসরত বা যশ প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দুই পোষ্য সন্তান হ্যাপি এবং ব্রুয়াসের সঙ্গে ছবি শেয়ার করেন। দিন দুই আগেও নুসরতের স্টোরিতে ‘মাই বেবিজ’ লিখে ছবি দিয়েছিলেন তাঁদের। তারপরেই এল এই মর্মান্তিক খবর। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম। 
advertisement
5/9
*তবে আজই নাকি আগেই এই ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। এমনকি হ্যাপি শারীরিকভাবে অসুস্থ ছিলেন নাকি বয়সের জন্য এমন ঘটনা ঘটল তাও স্পষ্ট নয়। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম। 
*তবে আজই নাকি আগেই এই ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। এমনকি হ্যাপি শারীরিকভাবে অসুস্থ ছিলেন নাকি বয়সের জন্য এমন ঘটনা ঘটল তাও স্পষ্ট নয়। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম। 
advertisement
6/9
*যশের সঙ্গে থাকা শুরুর পর থেকেই নুসরতের সঙ্গে ঘনিষ্ঠতা হ্যাপির। গর্ভাবস্থাতেও ছেলে হ্যাপির সঙ্গে একাধিক ছবি শেয়ার করতেন মা নুসরত, যা দেখেই প্রথম ধারণা করা হয় সকলের একসঙ্গেই থাকছেন যশ এবং নুসরত। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম। 
*যশের সঙ্গে থাকা শুরুর পর থেকেই নুসরতের সঙ্গে ঘনিষ্ঠতা হ্যাপির। গর্ভাবস্থাতেও ছেলে হ্যাপির সঙ্গে একাধিক ছবি শেয়ার করতেন মা নুসরত, যা দেখেই প্রথম ধারণা করা হয় সকলের একসঙ্গেই থাকছেন যশ এবং নুসরত। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম। 
advertisement
7/9
*এ দিন নুসরত ইনস্টাগ্রামে হ্যাপির ছবি শেয়ার করে লিখেছেন, "In Loving Memory of our Dear Son HAPPY…There’s someone missing in our home, We feel it day and night , We know it will take time n strength...Before things feel quite right.. A piece of us went with u… You brought such happiness and richness to our days… A constant companion… through joy or loss, In gentle loving ways.. those leave us… walk beside us everyday… unseen silent but always near.. Still loved still missed & forever dear.. Our beloved Son… Mumma- papa will wait until we meet again on the other side. We Love u so much ❤️" ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম।
*এ দিন নুসরত ইনস্টাগ্রামে হ্যাপির ছবি শেয়ার করে লিখেছেন, "In Loving Memory of our Dear Son HAPPY…There’s someone missing in our home, We feel it day and night , We know it will take time n strength...Before things feel quite right.. A piece of us went with u… You brought such happiness and richness to our days… A constant companion… through joy or loss, In gentle loving ways.. those leave us… walk beside us everyday… unseen silent but always near.. Still loved still missed & forever dear.. Our beloved Son… Mumma- papa will wait until we meet again on the other side. We Love u so much ❤️" ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম।
advertisement
8/9
*নুসরতের পোস্টের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "স্নেহের পুত্র হ্যাপির স্মৃতিতে… আমাদের বাড়িতে কারও না থাকা এখন দিনরাত অনুভব করি।  জানি সময়টা শক্ত, কাটিয়ে উঠতে অনেক শক্তি লাগবে। আমাদের একটা টুকরো তোমার সঙ্গে চলে গিয়েছে। তুমি আমাদের জীবনে পরিপূর্ণতা এবং ভালবাসা এনে দিয়েছিলে। সবসময়ের সঙ্গী ছিলে… নীরবে, সবসময় কাছে থেকো। ভালবাসি, সবসময় মিস করি তোমাকে। পরপারে তোমার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় থাকবে মা-বাবা। তোমাকে অনেকটা ভালবাসি।" ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম। 
*নুসরতের পোস্টের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "স্নেহের পুত্র হ্যাপির স্মৃতিতে… আমাদের বাড়িতে কারও না থাকা এখন দিনরাত অনুভব করি।  জানি সময়টা শক্ত, কাটিয়ে উঠতে অনেক শক্তি লাগবে। আমাদের একটা টুকরো তোমার সঙ্গে চলে গিয়েছে। তুমি আমাদের জীবনে পরিপূর্ণতা এবং ভালবাসা এনে দিয়েছিলে। সবসময়ের সঙ্গী ছিলে… নীরবে, সবসময় কাছে থেকো। ভালবাসি, সবসময় মিস করি তোমাকে। পরপারে তোমার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় থাকবে মা-বাবা। তোমাকে অনেকটা ভালবাসি।" ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম। 
advertisement
9/9
 *এ দিনের এই পোস্টের পরে কমেন্ট সেকশনে নুসরত ও যশকে সমবেদনা জানিয়েছেন তাঁদের অনুরাগীরা। সকলেই তাঁদের এই খারাপ সময় কাটিয়ে ওঠার শক্তি দিচ্ছেন। ভাল থাকার শক্তি দিচ্ছেন। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম।
 *এ দিনের এই পোস্টের পরে কমেন্ট সেকশনে নুসরত ও যশকে সমবেদনা জানিয়েছেন তাঁদের অনুরাগীরা। সকলেই তাঁদের এই খারাপ সময় কাটিয়ে ওঠার শক্তি দিচ্ছেন। ভাল থাকার শক্তি দিচ্ছেন। ছবি সৌজন্যেঃ ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement