পর্দার সাধাসিধে খড়ি একেবারে খোলামেলা পোশাকে বোল্ড অবতার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফটো
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
টলিউড (Tollywood) অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy) বোল্ড (Bold) ভাইরাল ছবি (Viral Photo) ৷
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করছেন শোলাঙ্কি রায় (Solanki Roy) ৷ এখন টলিউডের (Tollywood) এই অভিনেত্রী অত্যন্তই জনপ্রিয়৷ দিন কয়েক আগেই বড়পর্দায় যীশু সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেছেন ‘বাবা বেবি ও’ সিনেমায় অভিনয় করেছেন৷ এই মুহূর্তে টেলিভিশনে তাঁর অভিনীত সিরিয়াল গাঁটছড়া চলছে৷ যা জনপ্রিয়তার নিরিখে সামনের সারিতেই৷ Photo Courtesy- Solanki Roy/Instagram
advertisement
অনেকদিন ধরেই তিনি সিরিয়াল জগতের চেনা মুখ এর আগেও সাত ভাই চম্পা. ফাগুন বউ, প্রথমা কাদম্বিনী সিরিয়ালে অভিনয় করেছেন৷ প্রধানত যে চরিত্রগুলিতে টিভি পর্দায় তিনি এসেছেন সেগুলিতে তাঁকে বেশ শান্ত সংযত একদম ঘরোয়া পাশের বাড়ির চরিত্রেই দেখা গেছে৷ তাঁর সেই লুকটাই তাই খুবই জনপ্রিয়৷ Photo Courtesy- Solanki Roy/Instagram
advertisement
advertisement
advertisement