Tollywood Gossip: আরেক সংসার তছনছ করতে ফের আসছে 'জুন আন্টি', সঙ্গী সেই 'অনিন্দ্যদা'... শ্রীময়ীর জীবন ছারখার করে এবার কার দিকে নজর?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Tollywood Gossip: বেশ কয়েকবছর হয়ে গেলেও জুন আন্টিকে ভোলেননি বাংলা ধারাবাহিকের দর্শকেরা।
জুনকে মনে নেই এমন বাঙালী দর্শক খুব কম আছে। একটা সময় জুন আন্টি বাংলার ঘরে ঘরে একেবারে পরিচিত একটি নাম হয়ে উঠেছিল। তাঁকে নিয়ে অহরহ মিম তৈরি হতো। শ্রীময়ীর জীবনকে অতিষ্ট করে তুলতো জুন। সেই ধারাবাহিক শেষ হলেও জুন থেকে গিয়েছে। বহুদিন পর একসঙ্গে দেখা যাবে অনিন্দ্য দা এবং জুন আন্টিকে। অর্থাৎ সুদীপ মুখোপাধ্যায় এবং উষসী চক্রবর্তী ফের ফিরছেন পর্দায়।
advertisement
advertisement
advertisement