Yuvaan: অন্নপ্রাশনের পর ইউভানের হাফ বার্থডে সেলিব্রেশন! কাটা হল নীল রঙের কেক...রইল ছবি

Last Updated:
এবার একেবারে মায়ের সঙ্গে ক্যামেরার সামনে মিষ্টি পোজ দিল ছোট্ট ইউভান৷
1/5
•দেখতে দেখতে ৬ মাসে পা দিল রাজ শুভশ্রীর আদরের ইউভান৷ অর্থাৎ ১ বছরের আধা হল তার বয়স৷ সেই উপলক্ষেও কাটা হল কেক৷
•দেখতে দেখতে ৬ মাসে পা দিল রাজ শুভশ্রীর আদরের ইউভান৷ অর্থাৎ ১ বছরের আধা হল তার বয়স৷ সেই উপলক্ষেও কাটা হল কেক৷
advertisement
2/5
•এর আগে ছেলের অন্নপ্রাশন হয়েছে ধুমধাম করে৷ সেখানে ধুতি পাঞ্জাবিতে একেবারে ফুলবাবু সেজেছিল পুচকে ইউভান৷
•এর আগে ছেলের অন্নপ্রাশন হয়েছে ধুমধাম করে৷ সেখানে ধুতি পাঞ্জাবিতে একেবারে ফুলবাবু সেজেছিল পুচকে ইউভান৷
advertisement
3/5
•এবার একেবারে মায়ের সঙ্গে ক্যামেরার সামনে মিষ্টি পোজ দিল ছোট্ট ইউভান৷ সামনে ইউভানের হাফ বার্থডে কেক! ছেলে, তাই কেকেও থাকল নীল রঙের ছোঁয়া৷
•এবার একেবারে মায়ের সঙ্গে ক্যামেরার সামনে মিষ্টি পোজ দিল ছোট্ট ইউভান৷ সামনে ইউভানের হাফ বার্থডে কেক! ছেলে, তাই কেকেও থাকল নীল রঙের ছোঁয়া৷
advertisement
4/5
•ছেলের অন্নপ্রাশনে শুভশ্রীর পোশাক ও সাজে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। সেই রকমই সেজেছেন রাজ এবং শুভশ্রী দু'জনেই। শুভশ্রীর পরনে ছিল তুঁতে নীল বেনারসি, সঙ্গে হলুদ ব্লাউজ। সিঁথি ভর্তি সিঁদুর, ভারী গয়না। রাজের পরনে ছিল সবুজ পাঞ্জাবি। ছেলেকে টাকা দিয়ে আশীর্বাদ করতে দেখা গিয়েছিল তাঁকে।
•ছেলের অন্নপ্রাশনে শুভশ্রীর পোশাক ও সাজে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। সেই রকমই সেজেছেন রাজ এবং শুভশ্রী দু'জনেই। শুভশ্রীর পরনে ছিল তুঁতে নীল বেনারসি, সঙ্গে হলুদ ব্লাউজ। সিঁথি ভর্তি সিঁদুর, ভারী গয়না। রাজের পরনে ছিল সবুজ পাঞ্জাবি। ছেলেকে টাকা দিয়ে আশীর্বাদ করতে দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
5/5
•ডেস্টিনেশন অন্নপ্রাশন হয়েছিল ইউভানের৷ সেই উপলক্ষে হালিশহরের যে বিশাল বাড়িটিতে গিয়েছিলেন তাঁরা, সেটিকে ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছিল। তাতে ছিল রাজস্থানি টাচ। পর পর তাঁবু বানিয়ে বসার ব্যবস্থা করা হয়েছিল।
•ডেস্টিনেশন অন্নপ্রাশন হয়েছিল ইউভানের৷ সেই উপলক্ষে হালিশহরের যে বিশাল বাড়িটিতে গিয়েছিলেন তাঁরা, সেটিকে ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছিল। তাতে ছিল রাজস্থানি টাচ। পর পর তাঁবু বানিয়ে বসার ব্যবস্থা করা হয়েছিল।
advertisement
advertisement
advertisement