Nusrat Jahan| Yash Dasgupta|| ছেলে হওয়ার পরে কেমন আছেন 'নতুন মা' নুসরত? হাসপাতাল থেকে মুখ খুললেন যশ...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Yash Dasgupta Describes Nusrat Jahan's Health Condition: সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগের দিন প্রথমবার নুসরতের আগত সন্তানের বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। আজ নুসরতের সন্তান আসার পরে ফের প্রকাশ্যে মুখ খোলেন।
advertisement
advertisement
*বুধবার রাত থেকেই হাসপাতালে নুসরতের পাশে ছিলেন প্রেমিক যশ দাশগুপ্ত। এমনকি নুসরতেই ইচ্ছানুযায়ী, ওটিতেও তাঁর পাশেই ছিলেন যশ। বুধবার গভীর রাতে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। 'রিউমরড বয়ফ্রেন্ড' অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গেই হাসপাতালে পৌঁছন। যশই ড্রাইভ করে হাসপাতালে নিয়ে যান অভিনেত্রীকে। ছবিঃ ইনস্টা গ্রাম।
advertisement
*হাসপাতালের ৫১১ নম্বর কেবিনে রয়েছেন নুসরত। সঙ্গে রয়েছেন যশও। আজ ভোর হতেই দু'জনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফুটে ওঠে হাসপাতালের কেবিনের টুকরো ছবি। একসঙ্গে ছবি না দিলেও, যা দেখে স্পষ্ট নুসরতকে রাতভর আগলে ছিলেন যশ। নুসরত নো-মেকআপ লুকে পোস্ট করেন নিজের ছবি, যশ পোস্ট করেন কেবিনের গ্লাস উইন্ডোতে রাখা কফিমগের ছবি। ছবিঃ ইনস্টা গ্রাম।
advertisement
advertisement
*বুধবার সন্ধ্যায় প্রথমবার মুখ খুলেছেন বিশেষ বন্ধু তথা প্রেমিক যশ দাশগুপ্ত। যশ জানান, ‘‘আমি মনে করি একজন অন্তঃসত্ত্বা মহিলাকে সবসময় হাসিখুশি থাকতে দেওয়া উচিত। না হলে মনুষ্যত্ব নিয়েই প্রশ্ন ওঠে। আমার মনে হয় এটা আমাদের বোঝা উচিত।’’ যশ আরও বলেন, ‘‘আমি আমার ব্যক্তিগত জীবন শেয়ার করি না, তবে এটুকু বলতে পারি, এটা একটা ভাল খবর, আমি শুভক্ষণের অপেক্ষায় রয়েছি।’’ ছবিঃ ইনস্টাগ্রাম।