Indranil Sengupta: টলি নায়িকার প্রেমে পাগল? বরখার সঙ্গে ডিভোর্স? প্রথমবার মুখ খুললেন ইন্দ্রনীল

Last Updated:
ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখা বিশত ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাঁদের একটি নয় বছরের কন্যাসন্তানও রয়েছে।
1/9
*অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta) এবং তাঁর স্ত্রী অভিনেত্রী বরখা বিশতের (Barkha Bisht) ১৩ বছরের বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরেছে বলে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল। সংগৃহীত ছবি। 
*অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta) এবং তাঁর স্ত্রী অভিনেত্রী বরখা বিশতের (Barkha Bisht) ১৩ বছরের বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরেছে বলে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল। সংগৃহীত ছবি। 
advertisement
2/9
*যদিও এবার এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন ইন্দ্রনীল। তিনি এই গুজবকে অস্বীকার করেছেন যে কলকাতার এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের কারণে স্ত্রী বরখা বিশতের সঙ্গে তাঁর বিয়ে ভাঙনের পথে। সংগৃহীত ছবি। 
*যদিও এবার এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন ইন্দ্রনীল। তিনি এই গুজবকে অস্বীকার করেছেন যে কলকাতার এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের কারণে স্ত্রী বরখা বিশতের সঙ্গে তাঁর বিয়ে ভাঙনের পথে। সংগৃহীত ছবি। 
advertisement
3/9
*পাশাপাশি তিনি এটাও জানান যে তিনি এবং তাঁর স্ত্রী ‘একসঙ্গে’ আছেন। ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখা বিশত ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাঁদের একটি নয় বছরের কন্যাসন্তানও রয়েছে। সংগৃহীত ছবি। 
*পাশাপাশি তিনি এটাও জানান যে তিনি এবং তাঁর স্ত্রী ‘একসঙ্গে’ আছেন। ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখা বিশত ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাঁদের একটি নয় বছরের কন্যাসন্তানও রয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
4/9
*শীর্ষস্থানীয় একটি দৈনিকের সঙ্গে কথা বলার সময় ইন্দ্রনীল দাবি করেছেন, ‘বরখা আর আমার বৈবাহিক জীবন নিয়ে এরকম গুজব আমারও কানে এসেছিল। আমি জানতাম মিডিয়া এটা নিয়ে ঠিক খবর করবে। কিন্তু এটা পুরোপুরি ভুল।’ তাঁরা আলাদা রয়েছেন কি না জানতে চাওয়া হলে তিনি বলেন 'না, আমি আর বরখা একসঙ্গেই আছি।’ সংগৃহীত ছবি। 
*শীর্ষস্থানীয় একটি দৈনিকের সঙ্গে কথা বলার সময় ইন্দ্রনীল দাবি করেছেন, ‘বরখা আর আমার বৈবাহিক জীবন নিয়ে এরকম গুজব আমারও কানে এসেছিল। আমি জানতাম মিডিয়া এটা নিয়ে ঠিক খবর করবে। কিন্তু এটা পুরোপুরি ভুল।’ তাঁরা আলাদা রয়েছেন কি না জানতে চাওয়া হলে তিনি বলেন 'না, আমি আর বরখা একসঙ্গেই আছি।’ সংগৃহীত ছবি। 
advertisement
5/9
*এ ছাড়াও কলকাতার মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের কথা তুলে তাঁকে প্রশ্ন করা হলে ইন্দ্রনীল বলেন, ‘হ্যাঁ, এই খবর আমিও শুনেছি। কিন্তু সেটা হতে গেলে তো আমাকে কলকাতা যেতে হবে, তাই না? আমি শেষ ফেব্রুয়ারি মাসে কলকাতা গিয়েছি।’ সংগৃহীত ছবি। 
*এ ছাড়াও কলকাতার মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের কথা তুলে তাঁকে প্রশ্ন করা হলে ইন্দ্রনীল বলেন, ‘হ্যাঁ, এই খবর আমিও শুনেছি। কিন্তু সেটা হতে গেলে তো আমাকে কলকাতা যেতে হবে, তাই না? আমি শেষ ফেব্রুয়ারি মাসে কলকাতা গিয়েছি।’ সংগৃহীত ছবি। 
advertisement
6/9
*পাশাপাশি তিনি এটাও জানান যে তিনি এবং তাঁর স্ত্রী ‘একসঙ্গে’ আছেন। ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখা বিশত ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাঁদের একটি নয় বছরের কন্যাসন্তানও রয়েছে। সংগৃহীত ছবি। 
*পাশাপাশি তিনি এটাও জানান যে তিনি এবং তাঁর স্ত্রী ‘একসঙ্গে’ আছেন। ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখা বিশত ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাঁদের একটি নয় বছরের কন্যাসন্তানও রয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
7/9
*জনপ্রিয় রিয়ালিটি শো ‘নাচ বালিয়ে ৫'-এও (Nach Baliye 5) অংশগ্রহন করেছিলেন ইন্দ্রনীল ও বরখা। সংগৃহীত ছবি। 
*জনপ্রিয় রিয়ালিটি শো ‘নাচ বালিয়ে ৫'-এও (Nach Baliye 5) অংশগ্রহন করেছিলেন ইন্দ্রনীল ও বরখা। সংগৃহীত ছবি। 
advertisement
8/9
*বনু ম্যায় তেরি দুলহন (Banoo Main Teri Dulhann), জামাই রাজা (Jamai Raja) এবং নিমকি মুখিয়া (Nimki Mukhiya) প্রভৃতি ধারাবাহিক ছাড়াও ইন্দ্রনীল কহানি (Kahaani) এবং ক্যালেন্ডার গার্লসের (Calendar Girls) মতো চলচ্চিত্রের জন্য পরিচিত। সংগৃহীত ছবি। 
*বনু ম্যায় তেরি দুলহন (Banoo Main Teri Dulhann), জামাই রাজা (Jamai Raja) এবং নিমকি মুখিয়া (Nimki Mukhiya) প্রভৃতি ধারাবাহিক ছাড়াও ইন্দ্রনীল কহানি (Kahaani) এবং ক্যালেন্ডার গার্লসের (Calendar Girls) মতো চলচ্চিত্রের জন্য পরিচিত। সংগৃহীত ছবি। 
advertisement
9/9
*অন্য দিকে বরখা ইতিমধ্যে, কিতনি মস্ত হ্যায় জিন্দগি (Kitni Mast Hai Zindagi), ডোলি সাজা কে (Doli Saja Ke) এবং নামকরণের (Naamkarann) মতো জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন। সংগৃহীত ছবি।
*অন্য দিকে বরখা ইতিমধ্যে, কিতনি মস্ত হ্যায় জিন্দগি (Kitni Mast Hai Zindagi), ডোলি সাজা কে (Doli Saja Ke) এবং নামকরণের (Naamkarann) মতো জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement