1/ 5


*পরিণতি পাচ্ছে সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং ত্বরিতা চট্টোপাধ্যায়ের তিন বছরের প্রেমের সম্পর্ক। আজ সাত পাকে বাঁধা পড়ছেন দুজনে। ছবি: ইনস্টাগ্রাম।
2/ 5


*ইতিমধ্যেই গায়ে হলুদ পর্ব সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ত্বরিতার ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী সন্দীপ্তা সেন। কনের গায়ে হলুদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।
3/ 5


*গায়ে হলুদের অনুষ্ঠানে ত্বরিতা পড়েছিলেন হলুদ শাড়ি সঙ্গে রানী ব্লাউজ। খোলা চুল আর একদম হালকা সাজে 'রাসমনি' অভিনেত্রীকে মানিয়েছিল বেশ। ছবি: ইনস্টাগ্রাম।
4/ 5


*আজ আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণতে বসছে বিয়ের আসর। ১৭ জানুয়ারি গ্র্যান্ড রিসেপশন। সেটাও হবে উত্তীর্ণতেই। উপস্থিত থাকবেন টলিউডের একঝাঁক তারকা।ছবি: ইনস্টাগ্রাম।