Srabanti Pregnant: শরীর আঁকড়ে থাকা কালো পোশাকে স্পষ্ট 'বেবি বাম্প', নতুন ছবি শেয়ার করলেন শ্রাবন্তী, মুহূর্তে ভাইরাল...

Last Updated:
করোনা আবহে দিন কয়েক আগে অভিনেত্রী শ্রাবন্তী নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি মা হতে ছলেছেন তিনি। আজ ফের নতুন একটি ছবি দেন। সেখানে স্পষ্ট তাঁর বেবি বাম্প।
1/8
*কালো শর্ট ড্রেসে স্পষ্ট 'বেবি বাম্প'। আজ ফের নিজের নতুন ছবি শেয়ার করলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী। করোনা আবহে দিন কয়েক আগে অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় খুশির খবর দেন। জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি মা হবেন তিনি। ছবিঃ ইনস্টাগ্রাম।
*কালো শর্ট ড্রেসে স্পষ্ট 'বেবি বাম্প'। আজ ফের নিজের নতুন ছবি শেয়ার করলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী। করোনা আবহে দিন কয়েক আগে অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় খুশির খবর দেন। জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি মা হবেন তিনি। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
2/8
*এ দিন শ্রাবন্তী নতুন যে ছবি শেয়ার করেন তাতে ক্যাপশনে লেখেন, "Pregnancy is an incredible and beautiful time in any woman’s life. My body has given me the greatest gift of my life. My Pregnancy Journey During Covid | Life Update" যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় মেয়েদের জীবনে সবথেকে সুন্দর সময়। আমার শরীর আমাকে সবচেয়ে সুন্দর উপহার দিয়ে দিয়েছে।"  ছবিঃ ইনস্টাগ্রাম। 
*এ দিন শ্রাবন্তী নতুন যে ছবি শেয়ার করেন তাতে ক্যাপশনে লেখেন, "Pregnancy is an incredible and beautiful time in any woman’s life. My body has given me the greatest gift of my life. My Pregnancy Journey During Covid | Life Update" যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় মেয়েদের জীবনে সবথেকে সুন্দর সময়। আমার শরীর আমাকে সবচেয়ে সুন্দর উপহার দিয়ে দিয়েছে।"  ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
3/8
*২০২০ সালের অক্টোবরে ‘জাজমেন্ট ডে’, ‘নক্সাল’ খ্যাত টলি নায়িকা শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায় প্রথম জানতে পেরেছিলেন তিনি অন্তঃস্বত্বা। তারপর থেকে নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। ব্যক্তিগত অনুভূতি কারও সঙ্গে শেয়ার করেননি। ছবিঃ ইনস্টাগ্রাম।
*২০২০ সালের অক্টোবরে ‘জাজমেন্ট ডে’, ‘নক্সাল’ খ্যাত টলি নায়িকা শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায় প্রথম জানতে পেরেছিলেন তিনি অন্তঃস্বত্বা। তারপর থেকে নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। ব্যক্তিগত অনুভূতি কারও সঙ্গে শেয়ার করেননি। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
4/8
*কিন্তু শরীরে পরিবর্তন স্পষ্ট হয়ে যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় পরিবারে নতুন অতিথির আগমনের বিষয়টি জানান। তখন প্রথম 'বেবি বাম্পের' ছবি শেয়ার করে সুখবর দেন। এরপর থেকে একাধিক দিন নিজের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। এমনকি স্বামী রঞ্জন মুখোপাধ্যায়ের সঙ্গেও ছবি দেন তিনি। সেই সব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিঃ ইনস্টাগ্রাম।
*কিন্তু শরীরে পরিবর্তন স্পষ্ট হয়ে যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় পরিবারে নতুন অতিথির আগমনের বিষয়টি জানান। তখন প্রথম 'বেবি বাম্পের' ছবি শেয়ার করে সুখবর দেন। এরপর থেকে একাধিক দিন নিজের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। এমনকি স্বামী রঞ্জন মুখোপাধ্যায়ের সঙ্গেও ছবি দেন তিনি। সেই সব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
5/8
*শ্রাবন্তীর স্বামী রঞ্জন মুখোপাধ্যায় বর্ধমানের একটি সরকারি স্কুলের অঙ্কের শিক্ষক। ফলে তিনি সেখানেই থাকেন। শ্রাবনী কলকাতায় থাকেন। তাঁদের সাত বছরের দাম্পত্য জীবন। ছবিঃ ইনস্টাগ্রাম।
*শ্রাবন্তীর স্বামী রঞ্জন মুখোপাধ্যায় বর্ধমানের একটি সরকারি স্কুলের অঙ্কের শিক্ষক। ফলে তিনি সেখানেই থাকেন। শ্রাবনী কলকাতায় থাকেন। তাঁদের সাত বছরের দাম্পত্য জীবন। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
6/8
*এমনিতেই ‌শরীর নিয়ে অত্যন্ত সচেতন তিনি। নিয়মিত চর্চা করেন। বর্তমান করোনা আবহে বাড়ি থেকে বাইরে যাচ্ছেন না। এমনকি বাইরে থেকে কাউকে আসতেও দিচ্ছেন না। বরং নিজের সব কাজ নিজেই করে নিচ্ছেন ফিট থাকতে। ছবিঃ ইনস্টাগ্রাম।
*এমনিতেই ‌শরীর নিয়ে অত্যন্ত সচেতন তিনি। নিয়মিত চর্চা করেন। বর্তমান করোনা আবহে বাড়ি থেকে বাইরে যাচ্ছেন না। এমনকি বাইরে থেকে কাউকে আসতেও দিচ্ছেন না। বরং নিজের সব কাজ নিজেই করে নিচ্ছেন ফিট থাকতে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
7/8
*শ্রাবন্তী প্রথম খবর জানানোর সময় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "Of late, we are facing another kind of 'Genesis Flood' or The Great Deluge -- the pall of fear and looming death. So, we earnestly feel that mankind need the help of a new Noah once again. We are blessed that God chooses us for the gift of light, hope and joy. We are expecting the angel -- like Noah -- among us within few weeks." ছবিঃ ইনস্টাগ্রাম।
*শ্রাবন্তী প্রথম খবর জানানোর সময় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "Of late, we are facing another kind of 'Genesis Flood' or The Great Deluge -- the pall of fear and looming death. So, we earnestly feel that mankind need the help of a new Noah once again. We are blessed that God chooses us for the gift of light, hope and joy. We are expecting the angel -- like Noah -- among us within few weeks." ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
8/8
*করোনা আবহে মানসিক সুস্থতা বজায় রাখতে গানের গাইছেন তিনি। একইসঙ্গে সিনেমা দেখা, বই পড়া, রান্নাবান্না করে স্বামীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
*করোনা আবহে মানসিক সুস্থতা বজায় রাখতে গানের গাইছেন তিনি। একইসঙ্গে সিনেমা দেখা, বই পড়া, রান্নাবান্না করে স্বামীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement