Ankush-Oindrila: রাজনীতিতে আজই অঙ্কুশ-ঐন্দ্রিলা? সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ব্যাপক জল্পনা...

Last Updated:
চারিদিকে রাজনীতির পালাবদল দেখে দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অঙ্কুশ হাজরা জানিয়েছিলেন, হলির আগে নিজের গায়ে রঙ লাগাবেন। সম্ভবত, আজই লাগতে চলেছে সেই রঙ।
1/6
*চারিদিকে রাজনীতির পালাবদল দেখে দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অঙ্কুশ হাজরা জানিয়েছিলেন, হলির আগে নিজের গায়ে রঙ লাগাবেন। সম্ভবত, আজই লাগতে চলেছে সেই রঙ। 
*চারিদিকে রাজনীতির পালাবদল দেখে দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অঙ্কুশ হাজরা জানিয়েছিলেন, হলির আগে নিজের গায়ে রঙ লাগাবেন। সম্ভবত, আজই লাগতে চলেছে সেই রঙ। 
advertisement
2/6
*শনিবার সকালে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে লেখেন, "Looking forward to something new ।" যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "নতুন কিছুর জন্য অপেক্ষা করছি।" 
*শনিবার সকালে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে লেখেন, "Looking forward to something new ।" যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "নতুন কিছুর জন্য অপেক্ষা করছি।" 
advertisement
3/6
*অঙ্কুশ এবং ঐন্দ্রিলার দুটি পৃথক ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকে থেকে ওয়াকিবহালমহলের মত, আজই রাজনীতিতে যোগ দিতে চলেছেন এই তারকা জুটি। উল্লেখ্য, আজই তৃণমূলে যোগ দিয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহা। 
*অঙ্কুশ এবং ঐন্দ্রিলার দুটি পৃথক ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকে থেকে ওয়াকিবহালমহলের মত, আজই রাজনীতিতে যোগ দিতে চলেছেন এই তারকা জুটি। উল্লেখ্য, আজই তৃণমূলে যোগ দিয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহা। 
advertisement
4/6
*তবে কোন দলে যোগ দিতে পারেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা? তা অবশ্য স্পষ্ট করেননি তাঁরা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপিতে যোগ দিতে পারেন তাঁরা। 
*তবে কোন দলে যোগ দিতে পারেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা? তা অবশ্য স্পষ্ট করেননি তাঁরা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপিতে যোগ দিতে পারেন তাঁরা। 
advertisement
5/6
*যদিও বিজেপিতে যোগ দিতে পারেন, এমন মনে হওয়ার কারণ দুজনেরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। যেখানে মিঠুন চক্রবর্তী যোগ দেওয়ার পরেই উচ্ছ্বসিত হয়ে পোস্ট করেছিলেন দু;জনে। এমনকি ঐন্দ্রিলা সংবাদমাধ্যমকে জানান, রাজনীতিতে মিঠুন ছক্রবরতীর মতো মানুষকে ভীষণ প্রয়োজন। 
*যদিও বিজেপিতে যোগ দিতে পারেন, এমন মনে হওয়ার কারণ দুজনেরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। যেখানে মিঠুন চক্রবর্তী যোগ দেওয়ার পরেই উচ্ছ্বসিত হয়ে পোস্ট করেছিলেন দু;জনে। এমনকি ঐন্দ্রিলা সংবাদমাধ্যমকে জানান, রাজনীতিতে মিঠুন ছক্রবরতীর মতো মানুষকে ভীষণ প্রয়োজন। 
advertisement
6/6
*তবে সবটাই অনুমান। রাজনীতিতে যোগ দেবেন কিনা তাঁরা বা দিলেও কোন দলে যোগ দেবেন? তার সবটাই জানা যাবে সম্ভবত আজই। অপেক্ষা কয়েক মুহূর্তের।
*তবে সবটাই অনুমান। রাজনীতিতে যোগ দেবেন কিনা তাঁরা বা দিলেও কোন দলে যোগ দেবেন? তার সবটাই জানা যাবে সম্ভবত আজই। অপেক্ষা কয়েক মুহূর্তের।
advertisement
advertisement
advertisement