শীঘ্রই মা হতে চলেছেন, এই প্রথম বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এলেন টেলি নায়িকা মধুবনী
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
‘ভালবাসা ডট কম’-এর সেই জনপ্রিয় জুটি ‘ওম-তোরা’র সংসারে এ বার আসতে চলেছে নতুন অতিথি । মা হতে চলেছেন নায়িকা মধুবনী গোস্বামী ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
• শুধু তাই নয়, বুধবার ছিল করবা চৌথ । প্রায় গোটা দেশেই পালিত হয় এই অনুষ্ঠান । স্ত্রীরা স্বামীর দীর্ঘায়ু কামনায় সারাদিন উপোস করে সন্ধেয় চাঁদ দেখে তবে জলপান করেন । বাঙালিদের মধ্যে যদিও এই আচার নেই, তবু মধুবনীর ইচ্ছে ছিল, এ বছর থেকে তিনিও রাজার জন্য এই নিয়ম পালন করবেন । কিন্তু এরই মধ্যে আসে সুখবর । তাই সারাদিন উপোস করে পুজো করার পরিকল্পনা বাতিল করতে হয় নায়িকাকে । সে কথাও জানিয়েছেন তিনি । ছবি: ইনস্টাগ্রাম ।