শীঘ্রই মা হতে চলেছেন, এই প্রথম বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এলেন টেলি নায়িকা মধুবনী

Last Updated:
‘ভালবাসা ডট কম’-এর সেই জনপ্রিয় জুটি ‘ওম-তোরা’র সংসারে এ বার আসতে চলেছে নতুন অতিথি । মা হতে চলেছেন নায়িকা মধুবনী গোস্বামী ।
1/8
• টিভির পরিচিত মুখ মধুবনী গোস্বামী ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের সেই মিষ্টি ‘তোরা’কে কে না চেনেন ৷ বিয়ে করেছেন ওই ধারাবাহিকেরই হিরো ‘ওম’কে । ওম-তোড়া’র সংসারও চলছে জমাটি । স্বামী, অভিনেতা রাজা গোস্বামী এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ।
• টিভির পরিচিত মুখ মধুবনী গোস্বামী ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের সেই মিষ্টি ‘তোরা’কে কে না চেনেন ৷ বিয়ে করেছেন ওই ধারাবাহিকেরই হিরো ‘ওম’কে । ওম-তোড়া’র সংসারও চলছে জমাটি । স্বামী, অভিনেতা রাজা গোস্বামী এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
2/8
• এ বার সুখবর এল ওম-তোড়া’র সাজানো সংসারের অন্দরমহল থেকে । এ বার সম্পূর্ণ হতে চলেছে তাঁদের সংসার । কারণ মা হতে চলেছেন মধুবনী । আর এই সুখবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী । ছবি: ইনস্টাগ্রাম ।
• এ বার সুখবর এল ওম-তোড়া’র সাজানো সংসারের অন্দরমহল থেকে । এ বার সম্পূর্ণ হতে চলেছে তাঁদের সংসার । কারণ মা হতে চলেছেন মধুবনী । আর এই সুখবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
3/8
• রাজাকে সঙ্গে নিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন নায়িকা । সেখানেই স্পষ্ট তাঁর বেবি বাম্প । ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘জীবনের এক নতুন অধ্যায় আরম্ভ হতে চলেছে....আশীর্বাদ করবেন সকলে...সবাই ভাল থাকবেন...সুস্থ থাকবেন ।’’ ছবি: ইনস্টাগ্রাম ।
• রাজাকে সঙ্গে নিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন নায়িকা । সেখানেই স্পষ্ট তাঁর বেবি বাম্প । ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘জীবনের এক নতুন অধ্যায় আরম্ভ হতে চলেছে....আশীর্বাদ করবেন সকলে...সবাই ভাল থাকবেন...সুস্থ থাকবেন ।’’ ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
4/8
• গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মধুবনী এমন কিছু পোস্ট দিচ্ছিলেন, যা দেখে ভক্তরা আন্দাজ করছিলেন যে, খুব শীঘ্রই দুই থেকে তিন হতে চলেছেন রাজা আর মধুবনী । অবশেষে নিজেই হাটে হাঁড়ি ভাঙলেন ।
• গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মধুবনী এমন কিছু পোস্ট দিচ্ছিলেন, যা দেখে ভক্তরা আন্দাজ করছিলেন যে, খুব শীঘ্রই দুই থেকে তিন হতে চলেছেন রাজা আর মধুবনী । অবশেষে নিজেই হাটে হাঁড়ি ভাঙলেন ।
advertisement
5/8
• কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গণেশ জননীর একটি ছবি পোস্ট করেন নায়িকা । ছোট্ট গণেশকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মা দুর্গা । সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘দেখা হবে শুভক্ষণে ।’ এমনকি বেবি ইমোজিও ব্যবহার করেন তিনি । ছবি: ইনস্টাগ্রাম ।
• কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গণেশ জননীর একটি ছবি পোস্ট করেন নায়িকা । ছোট্ট গণেশকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মা দুর্গা । সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘দেখা হবে শুভক্ষণে ।’ এমনকি বেবি ইমোজিও ব্যবহার করেন তিনি । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
6/8
• এরপর বাল গোপালের একটি ছবি পোস্ট করে মধুবনী লেখেন, ‘রাধারানিকে আমার কাছে পাঠাও, আর নয় তুমি এসো...যা খুশি । আই লভ ইউ ।’ সেখানেও বেবির ইমোজি । এরপর আর কারও বুঝতে বাকি থাকে না । তবে এখানেই শেষ নয় । ছবি: ইনস্টাগ্রাম ।
• এরপর বাল গোপালের একটি ছবি পোস্ট করে মধুবনী লেখেন, ‘রাধারানিকে আমার কাছে পাঠাও, আর নয় তুমি এসো...যা খুশি । আই লভ ইউ ।’ সেখানেও বেবির ইমোজি । এরপর আর কারও বুঝতে বাকি থাকে না । তবে এখানেই শেষ নয় । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
7/8
• বৃহস্পতিবার নায়িকা তাঁর স্বামী, রাজার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন । তার ক্যাপশনে লিখেছেন, ‘‘প্রেমে পড়তে চলেছি...আবার...আরও একবার...সারা জীবনের মতো... তবে এ বার আর রাজার সঙ্গে নয় । রাজাও প্রেমে পড়তে চলেছেন...তবে হ্যাঁ, এ বার আর আমার সঙ্গে নয় ।’’ ছবি: ইনস্টাগ্রাম ।
• বৃহস্পতিবার নায়িকা তাঁর স্বামী, রাজার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন । তার ক্যাপশনে লিখেছেন, ‘‘প্রেমে পড়তে চলেছি...আবার...আরও একবার...সারা জীবনের মতো... তবে এ বার আর রাজার সঙ্গে নয় । রাজাও প্রেমে পড়তে চলেছেন...তবে হ্যাঁ, এ বার আর আমার সঙ্গে নয় ।’’ ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
8/8
• শুধু তাই নয়, বুধবার ছিল করবা চৌথ । প্রায় গোটা দেশেই পালিত হয় এই অনুষ্ঠান । স্ত্রীরা স্বামীর দীর্ঘায়ু কামনায় সারাদিন উপোস করে সন্ধেয় চাঁদ দেখে তবে জলপান করেন । বাঙালিদের মধ্যে যদিও এই আচার নেই, তবু মধুবনীর ইচ্ছে ছিল, এ বছর থেকে তিনিও রাজার জন্য এই নিয়ম পালন করবেন । কিন্তু এরই মধ্যে আসে সুখবর । তাই সারাদিন উপোস করে পুজো করার পরিকল্পনা বাতিল করতে হয় নায়িকাকে । সে কথাও জানিয়েছেন তিনি । ছবি: ইনস্টাগ্রাম ।
• শুধু তাই নয়, বুধবার ছিল করবা চৌথ । প্রায় গোটা দেশেই পালিত হয় এই অনুষ্ঠান । স্ত্রীরা স্বামীর দীর্ঘায়ু কামনায় সারাদিন উপোস করে সন্ধেয় চাঁদ দেখে তবে জলপান করেন । বাঙালিদের মধ্যে যদিও এই আচার নেই, তবু মধুবনীর ইচ্ছে ছিল, এ বছর থেকে তিনিও রাজার জন্য এই নিয়ম পালন করবেন । কিন্তু এরই মধ্যে আসে সুখবর । তাই সারাদিন উপোস করে পুজো করার পরিকল্পনা বাতিল করতে হয় নায়িকাকে । সে কথাও জানিয়েছেন তিনি । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
advertisement
advertisement