মাস্ক পরেই চলছে শ্যুটিং ! 'কৃষ্ণকলি' সিরিয়ালে থাকছে নতুন চমক ! দেখুন ছবি

Last Updated:
তবে কি এবার সিরিয়ালে অনস্ক্রিন সকলে মাস্ক পরেই কাজ করবেন? এই সব প্রশ্ন দানা বাধছে দর্শকের মনে।
1/5
করোনা ভাইরাসের জন্য প্রায় তিন মাস বন্ধ ছিল টলিপাড়ার শ্যুটিং। তবে লকডাউন হালকা হতেই সরকার সিরিয়ালের শ্যুটিংয়ের অনুমতি দিয়েছেন। না হলে অনেক মানুষ সমস্যায় পড়ছিলেন। তবে শ্যুটিংয়ে মাস্ক এবং বাকি সর্তকতা কিন্তু মানতেই হবে। photo source Instagram
করোনা ভাইরাসের জন্য প্রায় তিন মাস বন্ধ ছিল টলিপাড়ার শ্যুটিং। তবে লকডাউন হালকা হতেই সরকার সিরিয়ালের শ্যুটিংয়ের অনুমতি দিয়েছেন। না হলে অনেক মানুষ সমস্যায় পড়ছিলেন। তবে শ্যুটিংয়ে মাস্ক এবং বাকি সর্তকতা কিন্তু মানতেই হবে। photo source Instagram
advertisement
2/5
শুরু হয়েছে 'কৃষ্ণকলি' ধারাবাহিকের শ্যুটিংও। লকডাউনের আগেই দেখা গিয়েছিল এই সিরিয়ালের নায়িকা শ্যামা মারা গিয়েছে। তার বদলে একদম তাঁর মতোই দেখতে আর একটি মেয়ে মাম এসেছে। এই মামকেও ভালবেসে ফেলছিল নিখিল। শ্যুটিং শুরু হতেই দেখা যাচ্ছে নতুন শ্যামার মাথায় সিঁদূর। তবে কি এই মেয়ের সঙ্গেও নিখিলের বিয়ে হল ? যদিও তা জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই। photo source Instagram
শুরু হয়েছে 'কৃষ্ণকলি' ধারাবাহিকের শ্যুটিংও। লকডাউনের আগেই দেখা গিয়েছিল এই সিরিয়ালের নায়িকা শ্যামা মারা গিয়েছে। তার বদলে একদম তাঁর মতোই দেখতে আর একটি মেয়ে মাম এসেছে। এই মামকেও ভালবেসে ফেলছিল নিখিল। শ্যুটিং শুরু হতেই দেখা যাচ্ছে নতুন শ্যামার মাথায় সিঁদূর। তবে কি এই মেয়ের সঙ্গেও নিখিলের বিয়ে হল ? যদিও তা জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই। photo source Instagram
advertisement
3/5
এই ছবি গুলি শেয়ার করেছেন নীল ভট্টাচার্য। কিভাবে তাঁরা শ্যুটিং করছেন তার একটা ছবি তুলে ধরেছেন সকলের সামনে। photo source Instagram
এই ছবি গুলি শেয়ার করেছেন নীল ভট্টাচার্য। কিভাবে তাঁরা শ্যুটিং করছেন তার একটা ছবি তুলে ধরেছেন সকলের সামনে। photo source Instagram
advertisement
4/5
ওদিকে রানি রাসমণি সিরিয়ালেও মাস্ক পরেই কাজ চলছে। তবে কি এবার সিরিয়ালে অনস্ক্রিন সকলকে মাস্ক পরেই কাজ করবেন? এই সব প্রশ্ন দানা বাধছে দর্শকের মনে।photo source Instagram
ওদিকে রানি রাসমণি সিরিয়ালেও মাস্ক পরেই কাজ চলছে। তবে কি এবার সিরিয়ালে অনস্ক্রিন সকলকে মাস্ক পরেই কাজ করবেন? এই সব প্রশ্ন দানা বাধছে দর্শকের মনে।photo source Instagram
advertisement
5/5
যতক্ষণ না টেলিকাস্ট হচ্ছে বোঝার উপায় নেই। তবে প্রয়োজনে মাস্ক পরেই হয়তো অভিনয় করবেন সকলে। photo source Instagram
যতক্ষণ না টেলিকাস্ট হচ্ছে বোঝার উপায় নেই। তবে প্রয়োজনে মাস্ক পরেই হয়তো অভিনয় করবেন সকলে। photo source Instagram
advertisement
advertisement
advertisement