♦ শুটিং সামলে মাধ্যমিক ৷ জীবনের প্রথম বড় পরীক্ষা ৷ কেমনভাবে ব্যালান্স করেছিলে? প্রশ্ন শুনে খুব সিরিয়াস শ্যামৌপ্তী ৷ বলল,‘‘আমার একার পক্ষে এটা সম্ভব হত না ৷ গোটা ইউনিট আমাকে প্রচুর হেল্প করেছে ৷ সবার আগে বলল অগ্নিদেব দা আর সুদীপা দি’র কথা ৷ ওঁনারা বলেই দিয়েছিলেন পরীক্ষার সময়টা আমাকে বেশি চাপ না দিতে ৷’’ছবি: ফেসবুক ৷