এ বছরই মাধ্যমিক দিল ‘বাজলো তোমার আলোর বেণু’র নায়িকা, কেমন হল পরীক্ষা ?
Last Updated:
♦ ইন্ডাস্ট্রিতে এসেছেন মাত্র তিন থেকে সাড়ে তিন বছর হল ৷ তবে প্রথম থেকেই তিনি ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেত্রী ৷ মাঝে তাঁকে দেখা গিয়েছে ‘করুণাময়ী রানি রাসমণি’তেও ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
♦ তবে এরপরই আসে বড় ব্রেক ৷ ‘বাজলো তোমার আলোর বেণু’ ধারাবাহিকের নায়িকার চরিত্রটির জন্য অফার দেন অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং সুদীপা চট্টোপাধ্যায় ৷ বেজায় খুশি হয়েছিল শ্যামৌপ্তী মুদলি ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
♦ শ্যামৌপ্তী এখন এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘মিনু’৷ তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শকদের ৷ তবে জানেন কী এ বছর মাধ্যমিক পরীক্ষা দিলেন শ্যামৌপ্তী ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
♦ নাকতলার আনন্দাশ্রম বালিকা বিদ্যাপীঠের ছাত্রী এই অভিনেত্রী ৷ পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞাসা করতেই নায়িকা বলল, ‘‘টেস্টে ৮৫ শতাংশ পেয়েছিলাম ৷ মাঝখানে পুজো ছিল একটু সময় পেয়েছিলাম প্রিপারেশনের ৷ তবে পরীক্ষাটা কেমন যেন ঝড়ের মতো চলে এল ৷’’ছবি: ফেসবুক ৷
advertisement
♦ ‘‘তবে পরীক্ষাটা মোটামুটি ভালই হয়েছে ৷ আর্টসটা যেমন খুব ভাল হয়েছে ৷ তবে সায়েন্সটা আরেকটু ভাল হতে পারত ৷ ’’ছবি: ফেসবুক ৷
advertisement
♦ শুটিং সামলে মাধ্যমিক ৷ জীবনের প্রথম বড় পরীক্ষা ৷ কেমনভাবে ব্যালান্স করেছিলে? প্রশ্ন শুনে খুব সিরিয়াস শ্যামৌপ্তী ৷ বলল,‘‘আমার একার পক্ষে এটা সম্ভব হত না ৷ গোটা ইউনিট আমাকে প্রচুর হেল্প করেছে ৷ সবার আগে বলল অগ্নিদেব দা আর সুদীপা দি’র কথা ৷ ওঁনারা বলেই দিয়েছিলেন পরীক্ষার সময়টা আমাকে বেশি চাপ না দিতে ৷’’ছবি: ফেসবুক ৷
advertisement