1/ 6


•সামনেই নির্বাচন। সেলেবরা কে কোন দলে নাম লেখালেন, এই কৌতূহল বেড়েই চলেছে। এই নায়িকা আগেই যোগ দিয়েছিলেন বিজেপিতে । তবে বিধানসভা ভোট শুরুর আপাতত নিজেকে একটু সময় দিতে তিনি গিয়েছেন ছুটি কাটাতে। ছবি-ইনস্টাগ্রাম ।
2/ 6


• একদিকে ভোটের ময়দানে যেমন রাজনীতির উত্তাপ বাড়ছে, অন্যদিকে ইনস্টাগ্রামের দেওয়ালে নিজস্ব উত্তাপ ছড়াচ্ছেন পার্নো । ছবি-ইনস্টাগ্রাম ।
3/ 6


• গোয়াতে পাড়ি দিলেন পর্নো মিত্র। কিছুদিন আগেই তাঁর এয়ারপোর্ট লুকটি বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় । ছবি-ইনস্টাগ্রাম ।
4/ 6


• এ বার সোজা গোয়ার থেকেই ছবি পোস্ট করলেন নায়িকা । আর গোয়া মানেই তার সঙ্গে জলের একটা জমাটি রসায়ন থাকবেই । ছবি-ইনস্টাগ্রাম ।
5/ 6


• তা সে সমুদ্রের নোনা জলই হোক বা পাঁচতারা হোটেলের ঝকঝকে স্যুইমিং পুল-ই হোক না কেন । নায়িকার উপস্থিতিই সেখানে যথেষ্ট । ছবি-ইনস্টাগ্রাম