পরিবারে এল নতুন সদস্য, খুদের ছবি শেয়ার করলেন শ্রাবন্তী

Last Updated:
1/8
• সদ্যই নতুন জীবনে প্রবশ করেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ গত বছর ১৯ এপ্রিল রোশন সিংকে বিয়ে করেছেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• সদ্যই নতুন জীবনে প্রবশ করেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ গত বছর ১৯ এপ্রিল রোশন সিংকে বিয়ে করেছেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
2/8
• আগের দু’টো বিয়ে ভেঙে যাওয়ার পর এটা শ্রাবন্তীর তিন নম্বর বিয়ে ৷ এই বিয়ে নিয়ে প্রচুর আলোচনা-সমালোচনা হয়েছে ঘরেবাইরে ৷ কিন্তু শত্রুপক্ষের মুখ বন্ধ করে দিয়েছেন নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• আগের দু’টো বিয়ে ভেঙে যাওয়ার পর এটা শ্রাবন্তীর তিন নম্বর বিয়ে ৷ এই বিয়ে নিয়ে প্রচুর আলোচনা-সমালোচনা হয়েছে ঘরেবাইরে ৷ কিন্তু শত্রুপক্ষের মুখ বন্ধ করে দিয়েছেন নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
3/8
• রোশনের সঙ্গে দিব্যি সুখে সংসার করছেন তিনি ৷ প্রেম, ভালবাসা, আনন্দে ভরে রয়েছে নবদম্পতির সংসার ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• রোশনের সঙ্গে দিব্যি সুখে সংসার করছেন তিনি ৷ প্রেম, ভালবাসা, আনন্দে ভরে রয়েছে নবদম্পতির সংসার ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
4/8
• সেই সংসারেই এবার এসেছে নতুন অতিথি ৷ তবে ভাববেন না ফের মা হয়েছেন নায়িকা ৷ আগের পক্ষের এক ছেলে- ঝিনুক রয়েছে তাঁর ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• সেই সংসারেই এবার এসেছে নতুন অতিথি ৷ তবে ভাববেন না ফের মা হয়েছেন নায়িকা ৷ আগের পক্ষের এক ছেলে- ঝিনুক রয়েছে তাঁর ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
5/8
• এবার সিং পরিবারে এসেছে খুদে এক কুকুর ছানা ৷ সেই খুদের ছবি শেয়ার করে নায়িকা লিখেছেন, ‘আমাদের বাড়ির ক্ষুদ্রতম সদস্য ৷’ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• এবার সিং পরিবারে এসেছে খুদে এক কুকুর ছানা ৷ সেই খুদের ছবি শেয়ার করে নায়িকা লিখেছেন, ‘আমাদের বাড়ির ক্ষুদ্রতম সদস্য ৷’ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
6/8
• এবার সিং পরিবারে এসেছে খুদে এক কুকুর ছানা ৷ সেই খুদের ছবি শেয়ার করে নায়িকা লিখেছেন, ‘আমাদের বাড়ির ক্ষুদ্রতম সদস্য ৷’ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• এবার সিং পরিবারে এসেছে খুদে এক কুকুর ছানা ৷ সেই খুদের ছবি শেয়ার করে নায়িকা লিখেছেন, ‘আমাদের বাড়ির ক্ষুদ্রতম সদস্য ৷’ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
7/8
• ছোট্ট ওই কুকুর ছানা ক্রকার স্পেনিয়্যাল প্রজাতির ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• ছোট্ট ওই কুকুর ছানা ক্রকার স্পেনিয়্যাল প্রজাতির ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
8/8
• এর আগে পোষ্যের মুখ নিজের মুখে পুরে আদর করছিলেন রোশন ৷ সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শ্রাবন্তী ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
• এর আগে পোষ্যের মুখ নিজের মুখে পুরে আদর করছিলেন রোশন ৷ সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শ্রাবন্তী ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
advertisement
advertisement