Arjun Chakraborty: অর্জুন-সৃজার সম্পর্ক টলি পাড়ায় 'কাপল গোল'! কেমন সংসার করছে তারকা জুটি, দেখুন ছবিতে ছবিতে

Last Updated:
টলিউডের হার্টথ্রব অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। কিন্তু তিনি ওয়ান ওম্যান ম্যান। ছোটবেলার স্কুলের বান্ধবী সৃজা সেনের (Sreeja Sen) সঙ্গে বিয়ে করেছিলেন ২০১৬ সালেই।
1/7
টলিউডের হার্টথ্রব অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। কিন্তু তিনি ওয়ান ওম্যান ম্যান। তাই ছোটবেলার স্কুলের বান্ধবী সৃজা সেনের (Sreeja Sen) সঙ্গে বিয়ে করেছিলেন ২০১৬ সালেই।
টলিউডের হার্টথ্রব অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। কিন্তু তিনি ওয়ান ওম্যান ম্যান। তাই ছোটবেলার স্কুলের বান্ধবী সৃজা সেনের (Sreeja Sen) সঙ্গে বিয়ে করেছিলেন ২০১৬ সালেই।
advertisement
2/7
বিয়েটা টলিপাড়ার ভিড় এড়িয়ে চুপিসারে করেছিলেন। কিন্তু তাঁরা যে সুখে সংসার করছেন তা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায়।
বিয়েটা টলিপাড়ার ভিড় এড়িয়ে চুপিসারে করেছিলেন। কিন্তু তাঁরা যে সুখে সংসার করছেন তা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায়।
advertisement
3/7
অর্জুন তো অভিনেতা হিসেবে জনপ্রিয়ই। পাশাপাশি সৃজাও একসময়ে চুটিয়ে মডেলিং করেছেন।
অর্জুন তো অভিনেতা হিসেবে জনপ্রিয়ই। পাশাপাশি সৃজাও একসময়ে চুটিয়ে মডেলিং করেছেন।
advertisement
4/7
২০১৮ সালে কন্যাসন্তানের জন্ম দেন সৃজা। তবে নিজের প্রতি যে তিনি যত্নশীল তা তাঁর ছবিতেই স্পষ্ট। অভিনেত্রী না হলেও, ফ্যাশনে তিনি কোনও অংশে কম যান।
২০১৮ সালে কন্যাসন্তানের জন্ম দেন সৃজা। তবে নিজের প্রতি যে তিনি যত্নশীল তা তাঁর ছবিতেই স্পষ্ট। অভিনেত্রী না হলেও, ফ্যাশনে তিনি কোনও অংশে কম যান।
advertisement
5/7
তারকা স্ত্রীদের মধ্যে তাঁকে ফ্যাশনিস্তাও বলা যেতে পারে। আর তাই ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যাও চোখে পড়ার মতো।
তারকা স্ত্রীদের মধ্যে তাঁকে ফ্যাশনিস্তাও বলা যেতে পারে। আর তাই ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যাও চোখে পড়ার মতো।
advertisement
6/7
শুধু স্কুল নয়। সৃজা ও অর্জুন দুজনেই এক কলেজেও পড়েছেন। সে সময়ে আর পাঁচজন কলেজ যুগলদের মতোই তাঁরাও সময় কাটিয়েছেন।
শুধু স্কুল নয়। সৃজা ও অর্জুন দুজনেই এক কলেজেও পড়েছেন। সে সময়ে আর পাঁচজন কলেজ যুগলদের মতোই তাঁরাও সময় কাটিয়েছেন।
advertisement
7/7
আর সেই প্রেম এখনও অক্ষত। তাই কাজের বাইরে বেশি সময়টাই পরিবারের সঙ্গেই কাটান অর্জুন।
আর সেই প্রেম এখনও অক্ষত। তাই কাজের বাইরে বেশি সময়টাই পরিবারের সঙ্গেই কাটান অর্জুন।
advertisement
advertisement
advertisement