বিয়ের বাকি ১০ দিন! চারহাত এক হওয়ার আগে একসঙ্গে কেমন দিন কাটাচ্ছেন ওম-মিমি

Last Updated:
কখনও বিয়ের কাউন্টডাউন দিয়ে ছবি পোস্ট। কখনও আবার আইবুড়ো ভাত স্পেশাল ছবি। দেখে নেওয়া যাক কেমন কাটছে বিয়ের ঠিক আগের মুহূর্ত।
1/6
আর মাত্র কয়েকদিন। কাউন্টডাউন শুরু করে দিয়েছেন টলিউডের জনপ্রিয় জুটি মিমি দত্ত ও ওম সাহানি। আক কদিন পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলি পাড়ার এই তারকা জুটি। কখনও বিয়ের কাউন্টডাউন দিয়ে ছবি পোস্ট। কখনও আবার আইবুড়ো ভাত স্পেশাল ছবি। দেখে নেওয়া যাক কেমন কাটছে বিয়ের ঠিক আগের মুহূর্ত।
আর মাত্র কয়েকদিন। কাউন্টডাউন শুরু করে দিয়েছেন টলিউডের জনপ্রিয় জুটি মিমি দত্ত ও ওম সাহানি। আক কদিন পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলি পাড়ার এই তারকা জুটি। কখনও বিয়ের কাউন্টডাউন দিয়ে ছবি পোস্ট। কখনও আবার আইবুড়ো ভাত স্পেশাল ছবি। দেখে নেওয়া যাক কেমন কাটছে বিয়ের ঠিক আগের মুহূর্ত।
advertisement
2/6
বিয়ের আগে মানেই পাত্র পাত্রীর মধ্য ভরপুর উত্তেজনা। ওম মিমির ছবিতেও সেটা স্পষ্ট। এছাড়া রয়েছে একের পর এর আইবুড়ো ভাত খাওয়ার পালা। এর মধ্যেই ৩বার কবজি ডুবিয়ে আইবুডো় ভাত খেয়েছেন তারকা জুটি।
বিয়ের আগে মানেই পাত্র পাত্রীর মধ্য ভরপুর উত্তেজনা। ওম মিমির ছবিতেও সেটা স্পষ্ট। এছাড়া রয়েছে একের পর এর আইবুড়ো ভাত খাওয়ার পালা। এর মধ্যেই ৩বার কবজি ডুবিয়ে আইবুডো় ভাত খেয়েছেন তারকা জুটি।
advertisement
3/6
সম্প্রতি ছবি পোস্ট করেছেন মিমি। ‌সেখানে দেখা যাচ্ছে, সামনে থালা ভর্তি সাজানো খাবার। আশীর্বাদের থালা। মেনুতে রয়েছে, লুচি তরকারি, ভাত, ডাল, আলুভাজা, মাছের পাতুড়ি, গলদা চিংড়ি সহ আরও অনেক কিছু।
সম্প্রতি ছবি পোস্ট করেছেন মিমি। ‌সেখানে দেখা যাচ্ছে, সামনে থালা ভর্তি সাজানো খাবার। আশীর্বাদের থালা। মেনুতে রয়েছে, লুচি তরকারি, ভাত, ডাল, আলুভাজা, মাছের পাতুড়ি, গলদা চিংড়ি সহ আরও অনেক কিছু।
advertisement
4/6
আইবুড়ো ভাতে ওম পরেছেন সাদা পাঞ্জাবির সঙ্গে হলুদ জ্যাকেট আর মিমি পরেছেন গোলাপি শাড়ি।দুজনেই যে বিয়ে নিয়ে খুব এক্সাইটেড তা এই ছবিতে ভালোই স্পষ্ট। নতুন বছরের শুরুতেই টলিপাড়ায় মিমি দত্ত এবং ওম সাহানির চার হাত হওয়ার খবর সামনে আসে।
আইবুড়ো ভাতে ওম পরেছেন সাদা পাঞ্জাবির সঙ্গে হলুদ জ্যাকেট আর মিমি পরেছেন গোলাপি শাড়ি।দুজনেই যে বিয়ে নিয়ে খুব এক্সাইটেড তা এই ছবিতে ভালোই স্পষ্ট। নতুন বছরের শুরুতেই টলিপাড়ায় মিমি দত্ত এবং ওম সাহানির চার হাত হওয়ার খবর সামনে আসে।
advertisement
5/6
আর মাত্র কয়েকদিন পরেই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। তবে পরিবারের উপস্থিতিতে আইনি মতে আগেই বিয়ে সেরে রেখেছেন দুজনে। এবার সামাজিকভাবে বিয়ে সারার পালা।
আর মাত্র কয়েকদিন পরেই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। তবে পরিবারের উপস্থিতিতে আইনি মতে আগেই বিয়ে সেরে রেখেছেন দুজনে। এবার সামাজিকভাবে বিয়ে সারার পালা।
advertisement
6/6
আইনি বিয়েতে পরিবার ছাড়াও ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। প্রসঙ্গত সম্প্রতি আয়ুষী তেন্ডুলরের সঙ্গে একটি ছবির কাজ শেষ করে ফেলেছেন অভিনেতা ওম সাহানি। অন্যদিকে মিমি টেলিভিশনের বেশ পরিচিত মুখ। ধারাবাহিক 'গোপাল ভাঁড়', 'জয়ী', 'ভূতু' সহ একাধিক দেখা গিয়েছে মিমি দত্তকে।
আইনি বিয়েতে পরিবার ছাড়াও ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। প্রসঙ্গত সম্প্রতি আয়ুষী তেন্ডুলরের সঙ্গে একটি ছবির কাজ শেষ করে ফেলেছেন অভিনেতা ওম সাহানি। অন্যদিকে মিমি টেলিভিশনের বেশ পরিচিত মুখ। ধারাবাহিক 'গোপাল ভাঁড়', 'জয়ী', 'ভূতু' সহ একাধিক দেখা গিয়েছে মিমি দত্তকে।
advertisement
advertisement
advertisement