Monami Ghosh: 'মৌচাক'-এ ঝড় তুলছেন মনামী! মৌ বউদির লাস্যে কূপোকাত নেটিজেন

Last Updated:
ওয়েব সিরিজে মৌ বউদির চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সেই মৌ বউদি ইতিমধ্যেই ঝড় তুলেছে পুরুষ মনে।
1/7
টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। টেলিভিশন ও বড় পর্দার পরে এবার ওয়েব দুনিয়ায় একেবারে নতুন অবতারে তাঁকে দেখা গিয়েছে। হইচই এর ওয়েব সিরিজ মৌচাক-এ (Mouchak) অভিনয় করেছেন তিনি।
টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। টেলিভিশন ও বড় পর্দার পরে এবার ওয়েব দুনিয়ায় একেবারে নতুন অবতারে তাঁকে দেখা গিয়েছে। হইচই এর ওয়েব সিরিজ মৌচাক-এ (Mouchak) অভিনয় করেছেন তিনি।
advertisement
2/7
এই ওয়েব সিরিজে মৌ বউদির চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সেই মৌ বউদি ইতিমধ্যেই ঝড় তুলেছে পুরুষ মনে।
এই ওয়েব সিরিজে মৌ বউদির চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সেই মৌ বউদি ইতিমধ্যেই ঝড় তুলেছে পুরুষ মনে।
advertisement
3/7
সাদা লাল পেড়ে শাড়ির আলগা আঁচল ও খোঁপা ও লাল টিপে মজেছে বাংলা ওয়েব দর্শকরা। মনামীর ত্বন্বী চেহারা যেন এই সাজে আরও ফুটে উঠেছে।
সাদা লাল পেড়ে শাড়ির আলগা আঁচল ও খোঁপা ও লাল টিপে মজেছে বাংলা ওয়েব দর্শকরা। মনামীর ত্বন্বী চেহারা যেন এই সাজে আরও ফুটে উঠেছে।
advertisement
4/7
advertisement
5/7
তবে অভিনেত্রী এসবে খুব একটা কান দেননি। বরং স্পষ্টই এক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন, তাঁর করা সবচেয়ে সাহসী চরিত্র এটাই।
তবে অভিনেত্রী এসবে খুব একটা কান দেননি। বরং স্পষ্টই এক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন, তাঁর করা সবচেয়ে সাহসী চরিত্র এটাই।
advertisement
6/7
মনামী এও জানিয়েছিলেন, মৌ একটি নতুন চরিত্র। এর আগে দর্শক তাঁকে এমন চরিত্রে দেখেইনি।
মনামী এও জানিয়েছিলেন, মৌ একটি নতুন চরিত্র। এর আগে দর্শক তাঁকে এমন চরিত্রে দেখেইনি।
advertisement
7/7
এর আগে বউদি চরিত্র নিয়ে ওয়েব সিরিজ দেখেছে হইচই এর দর্শকরা। দুপুর ঠাকুরপো-তেও এমন লাস্যময়ী বউদি দেখেছে দর্শক। আর এবার তাঁরা মজেছেন মৌ বউদিতে।
এর আগে বউদি চরিত্র নিয়ে ওয়েব সিরিজ দেখেছে হইচই এর দর্শকরা। দুপুর ঠাকুরপো-তেও এমন লাস্যময়ী বউদি দেখেছে দর্শক। আর এবার তাঁরা মজেছেন মৌ বউদিতে।
advertisement
advertisement
advertisement