রুপোলি দুনিয়ার তারকারা মাঠ-ঘাট থেকে মানুষের দরজায়! সায়ন্তিকা বা পায়েল প্রচারেও টেক্কা দিচ্ছেন পরস্পরকে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
তৃণমূল ও বিজেপি দুই শিবিরের প্রার্থী তালিকায় রয়েছে অজস্র তারকার নাম। দুই শিবিরের তারকা প্রার্থীরাই তাই প্রচারে কোনও ত্রুটি রাখছে না।
পশ্চিমবঙ্গে এবারের বিধানসবা নির্বাচনে তারকা প্রার্থীরা বিশেষ ভূমিকা পালন করছেন। তৃণমূল ও বিজেপি দুই শিবিরের প্রার্থী তালিকায় রয়েছে অজস্র তারকার নাম। দুই শিবিরের তারকা প্রার্থীরাই তাই প্রচারে কোনও ত্রুটি রাখছে না। জোর কদমে শুরু করে দিয়েছেন প্রচার। যে তারকাদের সিলভার স্ক্রিনের বাইরে দেখা যেত না, তাঁরাই এখন সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করছেন।
advertisement
advertisement
advertisement
বিধানসভা নির্বাচনের অন্যতম জরুরি কেন্দ্র ভবানীপুর থেকে বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ। এককালে বামপন্থী হিসেবে পরিচিত ছিলেন। তার পরে তৃণমূল হয়ে তিনি বিজেপিতে এসেছেন। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংও হচ্ছে জোরদার। মমতা বন্দ্যোপাধ্য়ায় যে কেন্দ্রে বিধায়ক, সেখানেই এবার লড়বেন তিনি। এই কঠিন কেন্দ্রে জেতার জন্য পুজো দিয়ে প্রচার শুরু করেছেন রুদ্রনীল।
advertisement
গ্ল্যামারাস নায়িকা হিসেবেই এতদিন পরিচিত ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবার মাঠে ঘাটে নেমে প্রচারের পালা শুরু করেছেন। বাঁকুড়া থেকে তিনি তৃণমূলের প্রার্থী। তবে রোদে গরমে মাঠে নেমে কাজ করতে কোনও অসুবিধা নেই বলেই জানিয়েছিলেন নায়িকা। কারণ পর্দায় শৌখিন দেখতে লাগলেও আসলে তিনি কিক বক্সিং করেন।
advertisement
advertisement
advertisement
advertisement