Arijit Singh family: অরিজিৎ সিং-এর ফ্যামিলি অ্যালবাম! স্ত্রী সন্তান থেকে বাবা-বোন এবং প্রয়াত মায়ের ছবি ভেসে উঠল ট্যুইটারে

Last Updated:
দেখুন এক ফ্রেমে অরিজিৎ সিং-এর (Arijit Singh Family) পরিবারের সকলকে৷
1/10
•জনসমক্ষে বা সংবাদ মাধ্যমের সামনে কখনই আসেন না শিল্পী, তবে রবিবাসরীয় দুপুরে ফ্যামিলি অ্যালবামে ভরে উঠল অরিজিৎ সিং-এর সোশ্যাল মিডিয়া৷ যা খুবই উপভোগ করলেন নেটিজেনরা৷
•জনসমক্ষে বা সংবাদ মাধ্যমের সামনে কখনই আসেন না শিল্পী, তবে রবিবাসরীয় দুপুরে ফ্যামিলি অ্যালবামে ভরে উঠল অরিজিৎ সিং-এর সোশ্যাল মিডিয়া৷ যা খুবই উপভোগ করলেন নেটিজেনরা৷
advertisement
2/10
•মে মাসে মাকে হারিয়েছেন গায়ক অরিজিৎ সিং৷ মা অদিতি সিং ছিলেন তাঁর গুরু৷ করোনা আক্রান্ত হয়ে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর।
•মে মাসে মাকে হারিয়েছেন গায়ক অরিজিৎ সিং৷ মা অদিতি সিং ছিলেন তাঁর গুরু৷ করোনা আক্রান্ত হয়ে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর।
advertisement
3/10
•চিকিৎসার জন্য জিয়াগঞ্জ থেকে প্রথমে বহরমপুর মাতৃসদন  ও পরে কলকাতায় নিয়ে আসেন অরিজিৎ। কিন্তু হাজার চেষ্টায়ও মাকে বাঁচানো যায়নি৷ মাকে হারিয়ে খুবই মর্মাহত শিল্পী৷ সে কথা নিজেই জানিয়েছেন তিনি৷ যদিও ৷
•চিকিৎসার জন্য জিয়াগঞ্জ থেকে প্রথমে বহরমপুর মাতৃসদন ও পরে কলকাতায় নিয়ে আসেন অরিজিৎ। কিন্তু হাজার চেষ্টায়ও মাকে বাঁচানো যায়নি৷ মাকে হারিয়ে খুবই মর্মাহত শিল্পী৷ সে কথা নিজেই জানিয়েছেন তিনি৷ যদিও ৷
advertisement
4/10
•মাকে হারানোর মাস দুয়েক পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মায়ের সঙ্গে তাঁর ছবি৷ এবং মা যে তাঁর গুরু, সে কথা লিখছেন বলিউডের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী৷ একই সঙ্গে মায়ে কোলে কখনও মাথা রেখে বা মাকে জড়িয়ে অরিজিতের ছবি মন ছুঁয়েছে নেটিজেনদের৷
•মাকে হারানোর মাস দুয়েক পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মায়ের সঙ্গে তাঁর ছবি৷ এবং মা যে তাঁর গুরু, সে কথা লিখছেন বলিউডের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী৷ একই সঙ্গে মায়ে কোলে কখনও মাথা রেখে বা মাকে জড়িয়ে অরিজিতের ছবি মন ছুঁয়েছে নেটিজেনদের৷
advertisement
5/10
•তবে শুরু হারানো মায়ের ছবি নয়, এদিন পরিবারের সদস্যদের ছবিও তুলে ধরলেন অরিজিত৷ বাবা ও বোনকেও দেখা গেল তাঁর প্রোফাইলে৷ মুর্শিদাবাদের জিয়াগঞ্জনের ছেলে অরিজিৎ সিং৷ মা বাঙালি, বাবা পাঞ্জাবি৷ যদিও পরিবারকে আড়ালে রাখতেই পছন্দ করেন শিল্পী, তবে রবিবাসরীয় দুপুরে নিজের সোশ্যাল মিডিয়া জুড়ে উঠে এল অরিজিতের ফ্যামিলি অ্যালবাম৷
•তবে শুরু হারানো মায়ের ছবি নয়, এদিন পরিবারের সদস্যদের ছবিও তুলে ধরলেন অরিজিত৷ বাবা ও বোনকেও দেখা গেল তাঁর প্রোফাইলে৷ মুর্শিদাবাদের জিয়াগঞ্জনের ছেলে অরিজিৎ সিং৷ মা বাঙালি, বাবা পাঞ্জাবি৷ যদিও পরিবারকে আড়ালে রাখতেই পছন্দ করেন শিল্পী, তবে রবিবাসরীয় দুপুরে নিজের সোশ্যাল মিডিয়া জুড়ে উঠে এল অরিজিতের ফ্যামিলি অ্যালবাম৷
advertisement
6/10
 •সেখানে যেমন দেখা গেল প্রয়াত মায়ের সঙ্গে অরিজিতকে, তেমনই মায়ের সঙ্গে বোন বা অরিজিতের বাবার সঙ্গে তাঁর স্ত্রী কোয়েলকেও দেখা গেল৷
•সেখানে যেমন দেখা গেল প্রয়াত মায়ের সঙ্গে অরিজিতকে, তেমনই মায়ের সঙ্গে বোন বা অরিজিতের বাবার সঙ্গে তাঁর স্ত্রী কোয়েলকেও দেখা গেল৷
advertisement
7/10
•এরপর রইল স্ত্রী ও সন্তানদের ছবিও৷ অরিজিত-কোয়েলের প্রেম বা বিয়ে কোনও সিনেমার চিত্রনাট্য থেকে কম নয়৷ দু’জনের দ্বিতীয় বিয়ে এটি৷
•এরপর রইল স্ত্রী ও সন্তানদের ছবিও৷ অরিজিত-কোয়েলের প্রেম বা বিয়ে কোনও সিনেমার চিত্রনাট্য থেকে কম নয়৷ দু’জনের দ্বিতীয় বিয়ে এটি৷
advertisement
8/10
•সব চড়াই-উতরাই পেরিয়ে জিয়াগঞ্জের এই প্রেমিক যুগলের এখন সুখী দাম্পত্য জীবন। অরিজিতের দ্বিতীয় স্ত্রী কোয়েল আদতে তাঁর ছোটবেলার প্রেমিকা, একসঙ্গে পড়াশোনা করতেন তাঁরা। কোয়েলের বাড়িও জিয়াগঞ্জে৷
•সব চড়াই-উতরাই পেরিয়ে জিয়াগঞ্জের এই প্রেমিক যুগলের এখন সুখী দাম্পত্য জীবন। অরিজিতের দ্বিতীয় স্ত্রী কোয়েল আদতে তাঁর ছোটবেলার প্রেমিকা, একসঙ্গে পড়াশোনা করতেন তাঁরা। কোয়েলের বাড়িও জিয়াগঞ্জে৷
advertisement
9/10
•বেশিদিন টেকেনি অরিজিতের প্রথম বিয়ে। এমনকি অরিজিতের প্রথম স্ত্রীর নামও সেভাবে প্রকাশ্যে আসেনি কোনদিন। রেজিস্ট্রি হলেও সামাজিকভাবে বিয়ে হয়নি তাঁদের। ২০১৩ সেপ্টেম্বরে তাঁদের ডিভোর্স চূ়ড়ান্ত হয়। ২০১৪ সালের জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিত।
•বেশিদিন টেকেনি অরিজিতের প্রথম বিয়ে। এমনকি অরিজিতের প্রথম স্ত্রীর নামও সেভাবে প্রকাশ্যে আসেনি কোনদিন। রেজিস্ট্রি হলেও সামাজিকভাবে বিয়ে হয়নি তাঁদের। ২০১৩ সেপ্টেম্বরে তাঁদের ডিভোর্স চূ়ড়ান্ত হয়। ২০১৪ সালের জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিত।
advertisement
10/10
•এখন স্ত্রী-সন্তানদের নিয়ে সুখী সংসার অরিজিৎ সিং-এর৷
•এখন স্ত্রী-সন্তানদের নিয়ে সুখী সংসার অরিজিৎ সিং-এর৷
advertisement
advertisement
advertisement