*অতিমারির জের কাটিয়ে ‘মিটার ডাউন’ -এ সুরের ছোঁয়া৷ অতিমারির দ্বিতীয় ঢেউর জন্য অনেকদিন থেমে থাকার পর শুরু হল পরিচালক কিংশুক শরখেল পরিচালিত ও সৌরভ দাস অভিনীত‘মিটার ডাউন’ ছবির শেষ পর্যায়ের কাজ। ছবিতে সৌরভ দাস (Sourav Das)ছাড়াও অভিনয় করেছেন পৌলমী দাস, পারমিতা মুখোপাধ্যায়, শুভস্মিতা মুখোপাধ্যায়, স্বীকৃতি মজুমদার , অপ্রতিম চট্টোপাধ্যায়, সুমন চক্রবর্তী প্রমুখ।
*এক কামরার বাড়িতে রাজু তার নব বিবাহিত স্ত্রী এবং তার বাবা মা ছাড়াও থাকে রাজুর দিদি। রাজুর মায়ের মতনই দাপুটে সে, ঘরের সিংহ ভাগ তার দখলে। রাজু এবং তার নতুন বউয়ের মধ্যে কিছুই শুভকর সে ঘটতে দেয় না। এই ছবি নিয়ে সৌরভ জানালেন, “ মিটার ডাউনের কেন্দ্রীয় চরিত্র রাজুর মধ্যে মধ্যবিত্ত জীবনের সরলতা দেখতে পেয়েছি । বাঙালির জীবনে পারিবারিক মূল্যবোধটাই ম্যাটার করে দিনেশেষে।'(Reporter-Arunima Dey)