হোম » ছবি » বিনোদন » ট্যাক্সির স্টিয়ারিং-এ হাত সৌরভ দাসের! দেখুন কী করছেন অভিনেতা

Bengali Movie: ট্যাক্সির স্টিয়ারিং-এ হাত সৌরভ দাসের! দেখুন কী করছেন অভিনেতা

  • 17

    Bengali Movie: ট্যাক্সির স্টিয়ারিং-এ হাত সৌরভ দাসের! দেখুন কী করছেন অভিনেতা

    *অতিমারির জের কাটিয়ে ‘মিটার ডাউন’ -এ সুরের ছোঁয়া৷ অতিমারির দ্বিতীয় ঢেউর জন্য অনেকদিন থেমে থাকার পর শুরু হল পরিচালক কিংশুক শরখেল পরিচালিত ও সৌরভ দাস অভিনীত‘মিটার ডাউন’ ছবির শেষ পর্যায়ের কাজ। ছবিতে সৌরভ দাস  (Sourav Das)ছাড়াও অভিনয় করেছেন পৌলমী দাস, পারমিতা মুখোপাধ্যায়, শুভস্মিতা মুখোপাধ্যায়, স্বীকৃতি মজুমদার , অপ্রতিম চট্টোপাধ্যায়, সুমন চক্রবর্তী প্রমুখ।

    MORE
    GALLERIES

  • 27

    Bengali Movie: ট্যাক্সির স্টিয়ারিং-এ হাত সৌরভ দাসের! দেখুন কী করছেন অভিনেতা

    *ছবিটি প্রযোজনা করেছে প্যান্ডরাস বক্স প্রোডাকশন হাউস। হায়দ্রাবাদ এর রামোজি একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন এর প্রাক্তন ছাত্র কিংশুক। অতীতে বেশ কিছু বাংলা ছবিতে সহযোগী পরিচালকের কাজ করার পর হাত দিয়েছেন নিজের স্বপ্নের প্রোজেক্ট 'মিটার ডাউন'-এ।

    MORE
    GALLERIES

  • 37

    Bengali Movie: ট্যাক্সির স্টিয়ারিং-এ হাত সৌরভ দাসের! দেখুন কী করছেন অভিনেতা

    *ছবিতে তুলে ধরা হয়েছে কলকাতা শহরের হলুদ ট্যাক্সি চালক রাজুর গল্প। ভালোমানুষ রাজু কিন্তু সমাজ এবং পরিস্থিতির ক্রমাগত চাপ পরিবর্তন ঘটায় তার জীবনে। ‘মিটার ডাউন’-এর অন্যতম মূল আকর্ষণ এই ছবির গান। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী ও দেব গোস্বামী।

    MORE
    GALLERIES

  • 47

    Bengali Movie: ট্যাক্সির স্টিয়ারিং-এ হাত সৌরভ দাসের! দেখুন কী করছেন অভিনেতা

    *এই ছবির গান গুলিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী, সোমলতা আচার্য্য চৌধুরী, শুভঙ্কর দে, ঈশান মিত্র এবং বাংলাদেশের দুজন প্রখ্যাত সঙ্গীতশিল্পী সিঁথি সাহা এবং ইমরান মাহমুদুল।সিঁথি এবং ইমরান প্রথমবার কোনও ভারতীয় ছবির জন্য কণ্ঠ দিয়েছেন।

    MORE
    GALLERIES

  • 57

    Bengali Movie: ট্যাক্সির স্টিয়ারিং-এ হাত সৌরভ দাসের! দেখুন কী করছেন অভিনেতা

    *ছবিতে নচিকেতার কণ্ঠে কলকাতা শহর কেন্দ্রীক একটি গান রয়েছে। প্রথম ছবিতে নচিকেতা , সোমলতার মতন শিল্পীদের সঙ্গে কাজ করে আপ্লুত কিংশুক। কিংশুক এর বিশ্বাস ছবির গানগুলো সকলের ভীষণ ভালো লাগবে। 'মিটার ডাউন' ছবির আবহ সঙ্গীত করছেন ভাস্বর সেন।

    MORE
    GALLERIES

  • 67

    Bengali Movie: ট্যাক্সির স্টিয়ারিং-এ হাত সৌরভ দাসের! দেখুন কী করছেন অভিনেতা

    *এই ছবিতে সৌরভ দাসকে দেখা যাবে রাজু নামে একজন ট্যাক্সি ড্রাইভার এর চরিত্রে। রাজু মিঠুন চক্রবর্তীর একনিষ্ঠ ভক্ত, জীবনে নারী বিষয়ে তার অভিজ্ঞতা ভীষণ কম। তার মা, সুস্মিতার সঙ্গে রাজুর বিয়ে দেয়। বিয়ের পর থেকেই মায়ের প্রতিনিয়ত আদেশ এবং ফরমাসের হাত থেকে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করতে থাকে রাজু।

    MORE
    GALLERIES

  • 77

    Bengali Movie: ট্যাক্সির স্টিয়ারিং-এ হাত সৌরভ দাসের! দেখুন কী করছেন অভিনেতা

    *এক কামরার বাড়িতে রাজু তার নব বিবাহিত স্ত্রী এবং তার বাবা মা ছাড়াও থাকে রাজুর দিদি। রাজুর মায়ের মতনই দাপুটে সে, ঘরের সিংহ ভাগ তার দখলে। রাজু এবং তার নতুন বউয়ের মধ্যে কিছুই শুভকর সে ঘটতে দেয় না। এই ছবি নিয়ে সৌরভ জানালেন, “ মিটার ডাউনের কেন্দ্রীয় চরিত্র রাজুর মধ্যে মধ্যবিত্ত জীবনের সরলতা দেখতে পেয়েছি । বাঙালির জীবনে পারিবারিক মূল্যবোধটাই ম্যাটার করে দিনেশেষে।'(Reporter-Arunima Dey)

    MORE
    GALLERIES