

•১৫ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের জনপ্রিয় জুটি ত্বরিতা চট্টোপাধ্যায় এবং সৌরভ বন্দ্যোপাধ্যায়। তিন বছরের প্রেম পরিণতি পেয়েছে। তিনি উত্তম কুমারের ভাই তরুণ কুমারের নাতি। বিয়ের পরপরই এক বন্ধুর বিয়েতে এক মাথা সিঁদুর নিয়ে হাজির ত্বরিতা। সঙ্গে অবশ্যেই ছিলেন স্বামী সৌরভ।


•নিজের বিয়ের পর, বিয়ের নেমন্তন্ন বলে কথা। দারুণ সেজেছিলেন ত্বরিতা-সৌরভ। যদিও সেই সাজ ছিল খুব ছিমছাম। ত্বরিতা পরেছিলেন গোলাপী পাড় হলুদ সিল্ক শাড়ি। সঙ্গে মানানসই গোলাপী ব্লাউজ।গয়নাও ছিল খুব শৌখিন।


•সিঁথিতে অবশ্যই ছিল চওড়া সিঁদুর। নিজের বিয়ের হাতের মেহেন্দি এখনও উজ্জ্বল। তবে শাখা-পলা পরেননি ত্বরিতা। এই নিয়ে নিজের ফেসবুক পেজে বিশেষ টিপন্নি করতে ছাড়েননি অভিনেত্রী।


•ত্বরিতা তাঁর ফেসবুকের ফলোয়ারদের উদ্দেশ্যে লেখেন যে, শাখা-পলা-সিঁদুর নিয়ে কোনও জ্ঞান শুনতে চান না তিনি। তিনি লিখেছেন, আমি জ্ঞানী হতে চাই না, গুণী হলেই চলবে। বেশ মজার ছলে এই কথাগুলি বললেও, তাঁর কথার মানে বেশ গভীর।


•কিছুদিন আগেই মুখোপাধ্য়ায় বাড়িতে হল পরপর বিয়ে। প্রথমে সাত পাকে বাঁধা পড়লেন উত্তমকুমারের নাতি গৌরব ও দেবলীনা। তারপরই বিয়ে হল তরুণকুমারের নাতি সৌরভ ও ত্বরিতার।