স্যুইমস্যুট পরে স্বামীর বক্ষলগ্না মুনমুন সেন, সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল সেই ছবিPublished by:Simli Rahanews18 banglaLast Updated:February 24, 2020 2:09 PM ISTLink copied!Share this ArticleWhatsAppfacebookTwittertelegramcopy linkFollow us on Google News1/8• ৬৫ বছর বয়সেও তাঁর গ্ল্যামার দেখার মতো ৷ তাঁকে দেখে কেউ বলবে না ৪০ বছর আর ৩৯ বছরের দুই মেয়ে রয়েছে তাঁর ৷advertisement2/8• তিনি সুচিত্রা সেনের মেয়ে ৷ এখনও তিনি ডিভা ৷ advertisement3/8• সেই মুনমুন সেনের আজ বিবাহবার্ষিকী ৷ ১৯৭৮ সালে ত্রিপুরা রাজপরিবারে বিয়ে হয়েছিল তাঁর ৷advertisement4/8• স্বামী ভারত দেববর্মা ৷ আজ মুনমুন-ভারতের ৪২ বছরের বিবাহবার্ষিকী ৷advertisement5/8• সেই উপলক্ষ্যেই মেয়ে রাইমা সেন পুরনো ফোটো অ্যালবাম থেকে পোস্ট করেছেন বাবা-মায়ের খুব সুন্দর একটি ছবি ৷advertisement6/8• সেই ছবিতেই তরুণী-তন্বী মুনমুন ধরা দিয়েছেন একেবারে সেক্সি আর বোল্ড লুকে ৷advertisement7/8• স্যুইমস্যুট পরে রয়েছেন মুনমুন ৷ স্বামীকে আঁকড়ে ধরে রয়েছেন তিনি ৷ advertisement8/8• এই ছবি পোস্ট করে বাবা-মাকে অ্যানিভার্সারির উইশ করলেন রাইমা ৷