• ৬৫ বছর বয়সেও তাঁর গ্ল্যামার দেখার মতো ৷ তাঁকে দেখে কেউ বলবে না ৪০ বছর আর ৩৯ বছরের দুই মেয়ে রয়েছে তাঁর ৷
• তিনি সুচিত্রা সেনের মেয়ে ৷ এখনও তিনি ডিভা ৷
• সেই মুনমুন সেনের আজ বিবাহবার্ষিকী ৷ ১৯৭৮ সালে ত্রিপুরা রাজপরিবারে বিয়ে হয়েছিল তাঁর ৷
• স্বামী ভারত দেববর্মা ৷ আজ মুনমুন-ভারতের ৪২ বছরের বিবাহবার্ষিকী ৷
• সেই উপলক্ষ্যেই মেয়ে রাইমা সেন পুরনো ফোটো অ্যালবাম থেকে পোস্ট করেছেন বাবা-মায়ের খুব সুন্দর একটি ছবি ৷
• সেই ছবিতেই তরুণী-তন্বী মুনমুন ধরা দিয়েছেন একেবারে সেক্সি আর বোল্ড লুকে ৷
• স্যুইমস্যুট পরে রয়েছেন মুনমুন ৷ স্বামীকে আঁকড়ে ধরে রয়েছেন তিনি ৷
• এই ছবি পোস্ট করে বাবা-মাকে অ্যানিভার্সারির উইশ করলেন রাইমা ৷
...